শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন

মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে বরিশালে নৌ র‍্যালী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১০ বার

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণ অভিযান।

আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদী-সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হবে।

বরিশালের মেঘনা নদীতে মাছ ধরা বন্ধ রাখতে নৌ পুলিশ ও হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে ড্রোন উড়িয়ে নজর রাখা হবে। মা ইলিশ নিধনকারীদের ধরতে মেঘনা নদীতে নজরদারির জন্য অন্তত চারটি ড্রোন ব্যবহার করা হবে। ড্রোন যেখানে ইলিশ ধরার তথ্য দেবে, সেখানে দ্রুত স্পিডবোট নিয়ে অভিযান চালানো হবে। এছাড়া অভিযান পরিচালনার জন্য জেলায় ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হচ্ছে।

মৎস্য অধিদপ্তর জানিয়েছে, বরিশাল জেলায় মোট জেলের সংখ্যা ৭৯ হাজার ৬২৩ জন। এর মধ্যে কার্ডধারী জেলে ৬৬ হাজার ৫২৪ জন। কার্ডধারি জেলেদের জন্য
১ হাজার ৬৬৩ দশমিক ১ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে প্রত্যেক জেলে ২৫ কেজি করে চাল পাবে।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করলে
দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ লাখ জড়িমানা করা হবে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর।

এদিকে, ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে বরিশালে নৌ র‍্যালী বের করা হয়।

আজ শনিবার বেলা ১১টায় কীর্তনখোলা নদীতে এই র‍্যালীতে প্রশাসনের সাথে মৎস অধিদপ্তর, র‌্যাব, নৌ পুলিশ এবং কোস্টগার্ড সদস্যরা।

র‍্যালীতে বরিশালের জেলা প্রশাসক, পুলিশের ঊর্ধত্বন কর্মকর্তা, মৎস্য কর্মকতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com