পিরোজপুর মঠবাড়িয়ার বাঁশবুনিয়া রাশিদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন গোপনে রাতের অন্ধকারে পকেট কমিটি করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে ওই স্কুলের ছাত্র অভিভাবক মো: মনির হোসেন পূন:রায় এডহক কমিটি করে তার মাধ্যমে বৈধ নির্বাচন দেওয়ার জন্য বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে’র চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন।
গত ৬ সেপ্টেম্বর তিনি এ অভিযোগ করেন।
উক্ত অভিযোগ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড’র চেয়ারম্যান গ্রহন করে তদন্তের জন্য সাফা ডিগ্রী কলেজের অধ্যক্ষের নিকট দায়িত্ব দেন। বর্তমানে উক্ত অভিযোগের বিষয়ে সাফা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: ফজলুল হক মুঠো ফোনে সাংবাদিকদের জানান, তদন্ত চলমান রয়েছে।
উক্ত তদন্তের বিষয়ে তিনি আরও বলেন, আমি বাঁশবুনিয়া রাশিদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে তদন্ত করি। ছাত্র অভিভাবকের কাছে উক্ত নির্বাচনের কথা জানতে চাইলে তখন অনেকেই বলেন এই নির্বাচনের কথা তারা জানেন না।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি প্রাচীন হলেও পরিচালনা পরিষদের কারনে ধ্বংশের দারপ্রান্তে। জন্মলগ্ন হতে একটি পরিবার তাদের স্বার্থ হাসিলের জন্য নানান অপচেষ্টার মাধ্যমে পরিচালনার ভার কুক্ষিগত করে রেখেছে।
অভিভাবক ও এলাকার জনমতকে উপেক্ষা করে একই পরিবার হতে মা, বাবা, চাচা, চাচি, স্বামী, স্ত্রী ছলে-বলে-কলে-কৌশলে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। দুঃখ জনক হলেও সত্যি যে, ১৭ সাল হতে অদ্য পর্যন্ত বিদ্যালয়টি এডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে।
এমতাবস্থায় বিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনার স্বার্থে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি পরিচালনা কমিটি ঘঠন হওয়া দরকার। উক্ত অভিযোগের বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে কর্তৃপক্ষ জানান যে, তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আইন-আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার বিষয়ে অত্র প্রতিষ্ঠানেন ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে জানতে চাইলে তারা জানান, কমিটি টি সম্পূর্ণ অবৈধ।
এই অবৈধ কমিটির বিরুদ্ধে অভিভাবকদের পক্ষ থেকে মো: মনির হোসেন বরিশাল শিক্ষাবোর্ডে একটি অভিযোগ করেন। প্রয়োজনে তারা শিক্ষামন্ত্রী ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছেও অভিযোগ জানাবেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেন।
বাঁশবুনিয়া রাশিদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলের বর্তমান ম্যানেজিং কমিটি নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত বলেও একাধিক সূত্রে জানা যায়।
বর্তমান প্রধান শিক্ষক সহ চতুর্থ শ্রেনীর কয়েকটি শূণ্য পদ ফাঁকা থাকায় সভাপতি এই নিয়োগ বাণিজ্যে নিয়ে মরিয়া হয়ে ওঠেছে। মুঠোফোনে বাঁশবুনিয়া রাশিদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতির কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।