নবীনগর-চন্দ্রা মহাসড়কে দীর্ঘ অবরোধের পর আশুলিয়ার বাইপাইল এলাকার বার্ডস গ্রুপের চেয়ারম্যান মোস্তফা আনোয়ারকে আটক করেছে সেনাবাহিনী।
এদিকে যৌথ বাহিনীর আশ্বাসে মহাসড়কের অবরোধ ছেড়ে দিয়েছে শ্রমিকরা। দীর্ঘ ৫৬ ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে বকেয়া বেতন, সার্ভিস বেনিফিটসহ বিভিন্ন দাবিতে গত সোমবার থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় মহাসড়ক অবরোধ করে বার্ডস কারখানার শ্রমিকরা।
এতে মহাসড়কের ১৪ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে যৌথ বাহিনীসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন ছিলো।