শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন

বাঙ্গালী জাতির ইতিহাসে সব থেকে বড় ব্যর্থতা বঙ্গবন্ধুকে রক্ষা করতে না পারা- প্রাণীসম্পদ মন্ত্রী

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৮৯ বার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম-এমপি বলেছেন, আমি একজন আওয়ামীলীগের কর্মী হিসেবে বলবো, নাগরিক হিসেবে বলবো জাতির অনেক অর্জন রয়েছে, কিন্তু বাঙ্গালী জাতির ইতিহাসে সবথেকে বড় ব্যর্থতা বঙ্গবন্ধুকে রক্ষা করতে না পারা।

 

আমি জানি আমার দলের নেতারা এটা খুলে বলবেন না, আমি বিবেকের তারণায় বলি, সেদিন আমাদেরও ব্যর্থতা ছিলো। আমরা যদি রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকতাম, তাহলে ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে এই নিষ্ঠুরভাবে হত্যা করতে পারতো না। আমাদের রাজনৈতিক ব্যর্থতাও রয়েছে সেইসময় এবং তৎকালীন সময়ে রাজনৈতিক নেতৃত্বে যারা ছিলেন তাদেরকেও একদিন ইতিহাসের কাঠগড়ায় জবাব দিতে হবে। কেন তোমরা খোজ রাখোনাই কি ঘটতেছে।

 

পলিটিক্যাল উইয়ং এর কোন রেসপন্সিবিলিটি ছিলো? সেদিন কেন ডিজিএফই, এনএসআই, এসবি, পুলিশ অন্যান্য যারা ছিলেন তারা কেন তথ্য দিতে পারেননি? যে- এরকম একটি ষড়যন্ত্র হতে যাচ্ছে।তাহলে কি সবাই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন এই প্রশ্ন গোটা জাতির কাছে।

 

বুধবার (১৮ আগস্ট) বেলা ১২ টায় বরিশাল নগরের কাশিপুরস্থ মৎস্য বীজ উৎপাদন খামার প্রশিক্ষন কেন্দ্রের সম্মেলন কক্ষে মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ এর আয়োজনে এক কর্মশালায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

বরিশালের বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, মৎস্য অধিদপ্তর ঢাকার পরিচালক (রিজার্ভ) আজিজুল হক, ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্পসারণ প্রকল্প (২য় পর্যায়) এর প্রকল্প পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান,  মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক আনিছুর রহমান তালুকদার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com