

বরিশালে আলোচিত গৃহবধু লিমা হত্যাকান্ডে স্বামী সোহরাব হোসেন আকনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত।
রোববার দুপুরে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবূনালের বিচারক রকিবুল ইসলাম এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোকলেছুর রহমান বাচ্চু জানান, ২০১১ সালে বরিশালের মুলাদী উপজেলার গৃহবধূ লিমাকে তার প্রথম বিয়ে করা স্বামীর কাছ থেকে ডিভোর্স করিয়ে বিয়ে করেন একই এলাকার সোহরাব হোসেন আকন।
তবে, দুই লাখ টাকা যৌতুকের দাবীতে বিয়ের ২ বছরের মাথায় ২০১৩ সালে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী সোহরাব। নিহতের ছোট বোন ডলি বেগম মুলাদী থানায় মামলা করলে, বাদী বিবাদী উভয় পক্ষের দীর্ঘ যুক্তিতর্কে প্রমাণ সাপেক্ষে আজ স্বামী সোহরাবকে নারী নির্যাতনের ১র ক ধারায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড এবং দন্ডবিধি আইের ২০১ ধারায় লাশ গুমের অপরাধে ৭ বছর সশ্রম কারাদন্ড দেয় আদালত।
মামলা সূত্রে আরো জানা যায়, নিহত লিমা সোহরাবের তৃতীয় স্ত্রী। এর আগে, তার ২য় স্ত্রী মিলি বেগমকে ২০০৯ সালে গর্ভাবস্থায় হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়। সেই খুনের ঘটনায়ও সোহরাবের মৃত্যুদন্ডের আদেশ রয়েছে।