বরিশালে বিপিএলের ডাবল ট্রফি নিয়ে আসলেন তামিম মুশফিক রিয়াদরা। সাথে ছিলো দেশী বিদেশী সকল খেলোয়ারা। বরিশাল বিমানবন্দও থেকে বেলস পার্ক পর্যন্ত মানুষের উন্মাদনা। ট্রফিসহ ভক্তদের মাঝে হাত নাড়িয়ে ভালবাসা দেখালেন ফরচুন বরিশালের কর্ণধারসহ সকলে।
সকাল থেকেই বরিশাল বিমানবন্দরে হাজারো ভক্তদের অপেক্ষা। বেলা গড়িয়ে দুপুর ২ টা। বাংলাদেশ বিমানের নিজস্ব একটি ফ্লাইটে বরিশালের মাটিতে নামলেন বহু কাঙ্খিত ফরচুন বরিশারের পোস্টার বয়রা। সাথে ছিলেন দেশী বিদেশী প্লেয়ারসহ বিজয়ী টিমের কর্ণধর মিজানুর রহমান।
সেখানে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে বরিশালের খেলা প্রেমিদের গাড়ি বহরে যুক্ত হয়ে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আসেন ফরচুন বরিশালের প্রধান কার্যালয়ে। দুপরে বরিশালের মাটিতে খাওয়া দাওয়া।
এদিকে বেলা ১২ টা থেকেই বরিশালের ্ঐতিহাসিক বেলস পার্কে আসতে থাকে তামিম মুশফিক আর রিয়াদ ভক্তরা। বিভাগীয় শহরের প্রতিটি জেলা উপজেলা থেকে লক্ষ ভক্তদেও সমাগমে কানায় কানায় পরিপূর্ণ হযৈ যায় বেলস পার্কটি। অবশেষে তীব্র অপেক্ষার পর টিম ফরচুন বরিশাল মঞ্চের কাছে আসতেই জনসমুদ্র উপপেক্ষা করে ঘন্টা ব্যাপি বাধার মুখ পেড়িয়ে কোন রকম মঞ্চে বিপিএলের কাপ দুটি প্রদর্শতি হয়। মাত্র ২ মিনিটের জন্য কয়েকজন তারকা মঞ্চে উঠেই নিরাপত্তার জন্য নেমে যেতে হয়েছে।
যদিও প্রিয় মুখ একনজর দেখেই আনন্দে উচ্ছাসিত ভক্তরা। তার মধ্যে আবার ডাবল কাপ। দুর দুরন্ত থেকে এসে বাংলাদেশের এই খেলা কিংবন্তিদের পদধুলিতে খুশি বরিশাল বাসী।
আর বরিশালের খেলা প্রেমিরা বলছেন বরিশাল ষ্টেডিয়ামে আগামি বিপিএলের ম্যাচ যেন অনুষ্ঠিত হয় সে ব্যাপাওে বিসিবি ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা তাদের।
আর ক্রিকেট একাডেমি করাসহ বরিশাল কে আরো ক্রিকেটে কিভাবে এগিয়ে নেয়া যায় সে ব্যাপারে পদক্সেপ গ্রহনের কথা বললেন ফরচুন বরিশালের কর্ণধর মিজানুর রহমান চেয়ারম্যান ফরচুন বরিশাল ক্রিকেট টিম।
দীর্ঘদিনের অপেক্ষার প্রহর কাটিয়ে লঞ্চ না হলেও বিমান যোগে বরিশালের মাটিতে বিপিএলের ডাবল কাপ দেখতে পেয়ে আনন্দিত বরিশাল বাসী।