

বরিশাল একসাথে ৫ নবজাতকের জন্ম দিয়েছে লামিয়া আক্তার নামের এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে।এ ঘটনা হইচই পড়ে গেছে পুরো বরিশাল জুড়ে। চিকিৎসকরা জানান মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন এবং হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন।
বরিশালে লামিয়া আক্তার নামের এক গৃহবধূ একসাথে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন। এ নিয়ে হইচই পড়ে গেছে পুরো বরিশাল জুড়ে। কোন ধরনের সিজার ছাড়া একসাথে পাঁচ নবজাতকের প্রসব এই প্রথম।
সোমবার দুপুর ১ টার দিকে বরিশাল ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে লামিয়া তিনজন ছেলে এবং দুইজন মেয়ে নবজাতকের জন্ম দেন। পরে তাদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়।
একসাথে পাঁচজন নবজাতকের জন্ম বিরল হলেও সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে বলে জানান স্বজনরা। স্থানীয়রা এই ঘটনাকে ‘অলৌকিক’ বলে অভিহিত করছেন।
এমন খবর ছড়িয়ে পড়লে ছুটে আসেন পটুয়াখালী-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের সমর্থকরা। জানান, সকল ব্যায়ভার বহন করবেন শফিকুল ইসলাম মাসুদ।
চিকিৎসকরা জানান মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন এবং হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন।
নবজাতকদের বাবা সোহেল হাওলাদার পটুয়াখালীর বাউফল উপজেলার সিংরাকাঠি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ব্যবসায়ী। ৪ বছর আগে লামিয়া আক্তারের সাথে বিয়ে হয় তার।