বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন

বরিশালের সাত লাখ মানুষকে দেওয়া হবে টাইফয়েড টিকা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০ বার

বরিশাল জেলা ও মহানগর এলাকার বাসিন্দা ছয় লাখ ৯৮ হাজার ৭১৫ জনকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে বরিশাল সিভিল সার্জনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, বরিশাল জেলায় ৬ লাখ ১ হাজার ৬৩ জন এবং মহানগরীতে ৯৭ হাজার ৫৯০ জন টিকার আওতায় আসবেন। টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে বরিশাল সিটি করপোরেশন এলাকার ৯০টি কেন্দ্রসহ জেলার ৪ হাজার ২৭৫টি প্রতিষ্ঠানে।

জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ এলাহী।

বক্তব্য রাখেন-জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন প্রমুখ।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে বরিশাল জেলায় ১ হাজার ৭৫৬ জন টাইফয়েড রোগে আক্রান্ত হয়েছেন। তাই গণটিকাদান কার্যক্রমকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে বরিশাল জেলা ও মহানগরে টাইফয়েড সংক্রমণ অনেকাংশে হ্রাস পাবে।

উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি চলবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সের সকলে রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন। এ টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ও পরীক্ষিত বিধায় পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com