শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

বরিশালের চাঞ্চল্যকর হত্যা মামলায় ছয় মাসে জামিন : মামলা উত্তোলনে পাল্টা মামলা দায়ের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮ বার

বরিশাল মহানগরীর তিন নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক চাঞ্চল্যকর সুরুজ গাজী হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি স্বর্ণ প্রতারক চক্রের মূল হোতা শাহীন হাওলাদার ওরফে সোনা শাহীন ও তার পরিবারের সদস্যরা মাত্র ছয় মাসের মধ্যে উচ্চ আদালত থেকে জামিনে বের হয়েছেন।

এরপর আসামিরা বাদির পরিবার, জেলা যুবদলের এক নেতাসহ স্থানীয় ২৬ জনের বিরুদ্ধে উল্টো তিনটি মামলা দায়ের করেছেন। এনিয়ে ফের এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাত্র ছয় মাসের মধ্যে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় আসামিদের জামিনের বিষয়টি মেনে নিতে পারছে না নিহত সুরুজ গাজীর পরিবারের সদস্যসহ এলাকাবাসী।

২৮ সেপ্টেম্বর দিবাগত রাতে নিহত সুরুজের ভাই শাহীন গাজী বলেন, তার ভাইকে প্রকাশ্যে কুপিয়ে ড্রিল মেশিন দিয়ে পেট ফুটো করে হত্যা করে শাহীনসহ তার স্ত্রী ও ছেলেরা। ঘটনার পর শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে র‍্যাব এবং পুলিশ সদস্যরা ঢাকা থেকে গ্রেপ্তার করে শাহীনসহ অন্যান্য আসামিদের। কিন্তু অতিসম্প্রতি আসামিরা হাইকোর্ট থেকে জামিনে বের হয়েছেন। তিনি আরও বলেন-একটি হত্যা মামলার আসামিরা সাজা না পেয়ে জামিনে বের হওয়ার ঘটনায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া এলাকার বাসিন্দা কাঞ্চন গাজীর ছেলে নিহত সুরুজের বোন ফরিদা বেগম অভিযোগ করে বলেন, চলতি বছরের ২ মার্চ ইফতারের পর তার ভাইকে প্রকাশ্যে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। তার একটি ছোট বাচ্চা রয়েছে। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে তার ভাইয়ের পরিবার আজ চরম অসহায়। তাদের ভরণপোষণের দায়িত্ব নেয়ার মতো কেউ নেই। তিনি আরও বলেন-টাকার কাছে সবকিছু বিক্রি হওয়ার কারণেই হত্যাকারীরা মাত্র ছয় মাসের মধ্যে জামিন বের হয়েছে।

অভিযোগ করে তিনি বলেন, জামিনে বের হয়ে হত্যা মামলার আসামিরা পাল্টা ঘরে আগুন দেয়ার অভিযোগ এনে তিনটি মামলা দায়ের করে সুরুজ হত্যার মামলাটি তুলে নেয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছে।

সুরুজের বোন ফরিদা বেগম আরও জানান, তার ভাই সুরুজ গাজী তিন নম্বর ওয়ার্ড যুবদলের নেতা ছিলেন। স্থানীয় সাধারণ মানুষ তাকে ভীষণ ভালোবাসতেন। তাকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে প্রতারক শাহীনের ঘরে আগুন দিয়েছে।

শাহীনের পুরো পরিবারটি একটি অপরাধ জগত দাবি করে তিনি বলেন-সাধারণ মানুষকে ধোকা দিয়ে অর্থ হাতিয়ে নেয়াই তাদের প্রধান পেশা। বিগত ২০ বছর যাবত তারা এই প্রতারণা করে আসছে।

স্থানীয়রা জানিয়েছেন, শাহীনের একটি বিশাল স্বর্ণ প্রতারক চক্র রয়েছে। তারা রিকশাচালক সেজে এসব প্রতারনার কাজ করেন। ফলে অনেক আগ থেকেই স্থানীয়রা শাহীন ও তার পরিবারের ওপর চরম ক্ষুব্ধ ছিলেন। তার ওপর সুরুজ গাজীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার বিষয়টি মেনে নিতে পারেনি স্থানীয়রা। ফলে শাহীনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ক্ষুব্ধ জনতা তার বসত ঘর জ্বালিয়ে দিয়েছে।

সূত্রমতে, এ ঘটনার পরেরদিন অভিযান চালিয়ে র‍্যাব এবং পুলিশ সদস্যরা চাঞ্চল্যকর সুরুজ গাজী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করে। কিন্তু মাত্র ছয়মাসের ব্যবধানে উচ্চ আদালত থেকে আসামিরা জামিনে বের হওয়ার ঘটনায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এমনকি উল্টো মামলা দায়েরের ঘটনায় এলাকাবাসী শাহীনের পরিবারের ওপর ফের ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

সূত্রমতে, শাহীনের দায়ের করা তিনটি মামলায় আসামি করা হয়েছে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উলফাত রানা রুবেলসহ বেশ কয়েকজনকে। আদালতের বিচারক পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, শাহীন হাওলাদার ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছিলেন। এলাকায় আধিপত্য ও শাহীনের স্বর্ণ প্রতারনার কাজে বাঁধা দেয়ার ক্ষিপ্ত হয়ে চলতি বছরের ২ মার্চ ইফতারের পর কাউনিয়া শেরে বাংলানগর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের রাস্তায় প্রকাশ্যে সুরুজকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে শাহীন হাওলাদার, তার স্ত্রী শাবানা বেগম, ছেলে লিয়ন, ইমরানসহ তাদের অন্যান্য সহযোগিরা।

এ সময় সুরুজ গাজীকে রক্ষায় এগিয়ে আসলে হামলাকারীরা একই এলাকার তসলিম গাজীর ছেলে ছাত্রদল নেতা নয়ন গাজীকে কুপিয়ে মারাত্মক জখম করে।

এ ঘটনার পর দুই দফায় অভিযুক্ত শাহীনের কাউনিয়ার বাড়িতে আগুন দেয় ক্ষুব্ধ এলাকাবাসী। সুরুজ গাজীকে হত্যার ঘটনায় তার ভাই শাহিন গাজী বাদী হয়ে কাউনিয়া থানায় শাহীন হাওলাদার ওরফে সোনা শাহীনকে প্রধান আসামি করে তার স্ত্রী, দুই সন্তানসহ সাতজনের নামোল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

অপরদিকে সুরুজ হত্যায় সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উলফাত রানা রুবেলের নেতৃত্বে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছিলেন। যেকারণেই আসামিরা জামিনে বের হয়ে ওই যুবদল নেতাসহ অন্যান্যদের আসামি করে তিনটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com