শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন

পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা : যুবককে আটক করে গণধোলাই

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২ বার

বিকাশ ও কনফেকশনারির দোকানে গিয়ে ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে আরিফ হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আটক যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের জিম্মায় নিয়েছেন।

ঘটনাটি ঘটেছে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী কাঁচা বাজারের জুয়েল সরদারের দোকানে।

আটক যুবক আরিফ হোসেন জানিয়েছেন-তিনি ঢাকার উত্তর সিটি করপোরেশনের উত্তরখানের চামরখান এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। সে আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মৃত হাসানাত ফকিরের মেয়ে জামাতা।

ভুক্তভোগী ব্যবসায়ী জুয়েল সরদার জানিয়েছেন, সকাল দশটার দিকে ওই যুবক তার দোকানে প্রবেশ করে একটি বিকাশ নাম্বারে দশ হাজার দুইশ’ টাকা পাঠানোর কথা বলেন। টাকা পাঠানোর আগে যুবকের কাছে টাকা চাইলে সে তার ব্যাগ থেকে পিস্তল বের করে তার (জুয়েল) কোমরে ঠেকিয়ে দ্রুত টাকা পাঠানোর নির্দেশ দেয়।

এসময় তার (জুয়েল) ডাক-চিৎকারে বাজারের ব্যবসায়ী ও উপস্থিত লোকজন এগিয়ে এসে ছিনতাইকারী যুবককে আটক করে গণধোলাই দেয়।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, পিস্তল সদৃশ অস্ত্রসহ যুবক আটকের খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আটক যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের জিম্মায় নিয়ে আসে। আটক যুবক আরিফকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ওসি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com