জেলার ভান্ডারিয়ায় মো. নজরুল ইসলাম (২৬) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ জুলাই) বিকেলে স্থানীয় পোনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি উপজেলার ধাওয়া ইউনিয়নের পূর্ব ধাওয়া গ্রামের মোশারেফ হোসেন সর্দারের ছেলে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান মিলু বলেন, বিকেল ৩টার দিকে স্থানীয় মল্লিক বাড়ির সংলগ্ন পোনা নদীতে স্থানীয়রা ওই যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।