ঈদকে ঘিরে কুয়াকাটা এখন পর্যটকে মুখরিত হয়ে আছে। দীর্ঘ সৈকতের বেলাভূমে পর্যটক দর্শনার্থীর পদচারণায় মুখরিত রয়েছে। শনিবার-সোমবার সকাল পর্যন্ত পর্যটকদের ভিড় লক্ষ করা গেছে। এদিকে রোজার দীর্ঘ এক মাস পর্যটকের আগমন না থাকায় সৈকতের প্রকৃতির পরিবর্তন এসেছে। হোটেল মোটেল গুলো নতুন সাজে সাজিয়েছে।
দেখা গেছে, পর্যটকরা উত্তাল সমুদ্রে গোসলে মত্ত হয়ে উঠেছে । তবে বেশিরভাগ পর্যটক সকালে এসে বিকেলে ফেরত যাচ্ছেন। তবে গত বছরের চেয়ে এবছর পর্যটকের উপস্থিতি কম।
সিকদার রিসোর্ট এন্ড ভিলার ম্যানেজার শাহীন আলম জানান, তাদের ৭০ ভাগ কক্ষে গেস্ট রয়েছে। বাকি খালি রয়েছে। গত বছর ঈদে ছিল পর্যটকে পরিপূর্ণ। পদ্মাসেতু চালুর কারনে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় এ বছর পর্যটকরা দেশের বিভিন্ন স্থান থেকে সকালে এসে আবার রাতেই ফিরে যাচ্ছে।
ট্যুার অপারেটর এ্যাসোসিয়েশন অব কুয়াকাটার প্রেসিডন্ট রোমান ইমতিয়াজ তুষার বলেন, পর্যটকরা রাখাইন পল্লী সহ বিভিন্ন দর্শনীয় স্থান গুলো নির্বিঘেœ ঘুরছেন। কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ তাদের সার্বিক নিরাপত্বা দিচ্ছেন।