পটুয়াখালীতে রবিবার (৩০ এপ্রিল) এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার প্রথমদিনে ২৩,৯৩৬ জন পরীক্ষার্থীদের মধ্যে অংশগ্রহন করেন ২৩,৩৫১ জন। অনুপস্থিত ছিলো ৫৮৫ জন। অসদুপায় অবলম্বন (নকল) করায় দায়ে ৪ জন দাখিল পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।
জানা গেছে, পটুয়াখালী জেলায় এসএসসি পরীক্ষার্থী ১৫,৩৬৩ জনের মধ্যে অংশগ্রহন করেন ১৫, ১৫৫ জন, অনুপস্থিত রয়েছে ২০৮ জন। দাখিলে ৬,৬২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬,২৯৭ জন অংশ নেন এবং অনুপস্থিত রয়েছেন ৩৩০ জন। এসএসসি (ভোকেশনাল) এ ১,৯৪৬ জন পরীক্ষাীথীর মধ্যে ১,৮৯৯ জন অংশ গ্রহন করেন এবং ৪৭ জন অনুপস্থিত রয়েছেন। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপুর্নভাবে ভাবে সম্পন্ন করার জন্য জেলার ৮ টি উপজেলায় ৬৫ টি কেন্দ্রে ১৬ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়। এ ছাড়াও জেলার উর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে ভ্রাম্যমান ৪ টি ভিজিলেন্স টিম গঠন করা হয়।
বরিশাল শিক্ষা বোর্ডের অধীন পটুয়াখালী জেলায় সদর উপজেলাসহ ৮টি উপজেলায় ৬৫ টি কেন্দ্রের মধ্যে ৩৪ টি এসএসসি, ১৮টি দাখিল এবং ১৩টি কেন্দ্রে এসএসসি(ভোকেশনাল) পরীক্ষা হচ্ছে। উপজেলাওয়ারী কেন্দ্র সমূহের মধ্যে সদর উপজেলায় ৯টি, দুমকি উপজেলায় ১টি, বাউফল উপজেলায় ৭টি, দশমিনা উপজেলায় ২টি, মির্জাগঞ্জ উপজেলায় ২টি, গলাচিপা উপজেলায় ৬টি, রাঙ্গাবালি উপজেলায় ২টি ও কলাপাড়া উপজেলায় ৫টি কেন্দ্র।
পটুয়াখালী শিক্ষা অধিদপ্তর অফিস থেকে জানানো হয়েছে, পরীক্ষায় নকল করার দায়ে বাউফল উপজেলার কেন্দ্র-৩ কালাইয়া রব্বানীয়া দাখিল মাদরাসায় ৩ জন এবং একই উপজেলার কেন্দ্র-৫ এর নওমালা নেছারিয়া ফাজিল মাদরাসায় ১জনকে বহিষ্কার করা হয়েছে।