চাঞ্চল্যকর ও বহুল আলোচিত নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে পিতার কোলে থাকা ০৩ বছরের শিশু তাসফিয়া হত্যাকান্ডের প্রধান আসামী ও শ্যূটার মোঃ রিমন ও মহিন উদ্দীন সহ ০৫ জন’কে নোয়াখালী জেলার চর জব্বর থানাধীন চর ক্লার্ক এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব; বিদেশি ও দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
এর আগে নোয়াখালীর চর জব্বর থানাধীন চর ক্লার্ক এলাকায় র্যাবের সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়।
এ ঘটনায় আজ ২০ এপ্রিল নোয়াখালী র্যাব ক্যাম্প, বেগমগঞ্জ, নোয়াখালীতে সকাল ১১.৩০ মিনিটে সাংবাদিকদের ব্রিফ করবেন কমান্ডার খন্দকার আল মঈন, বিপিএম (বার) পরিচালক, আইন ও গণমাধ্যম শাখা র্যাব।