শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০২:১০ অপরাহ্ন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটি টাকার দুর্নীতি

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ বার
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটি টাকার দুর্নীতির ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলকে কেন্দ্র করে সংঘটিত হয় এই দুর্নীতি। জাল-জালিয়াতি করে প্রায় ৮০ লক্ষ টাকা এবং সরকারি ভ্যাট-ট্যাক্স ফাঁকিসহ আরো প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। সবমিলিয়ে মোট অর্থের পরিমাণ দ্বারায় প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা। অনুসন্ধানে উঠে এসেছে আর্থিক দুর্নীতির এমন তথ্য।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষকদের গবেষণা প্রকল্পের সমন্বয়ের জন্য প্রাপ্ত ভ্যাট-ট্যাক্সের প্রায় ৩০ লাখ টাকা সময়মতো সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা থাকলেও সম্প্রতি এক সরকারি অডিটে দেখা যায়, সেই অর্থ যথাযথভাবে সরকারি হিসাবে জমা হয়নি।
এ সম্পর্কে জিজ্ঞাসাবাদে দায়িত্বপ্রাপ্ত কম্পিউটার অপারেটর কাওসার হামিদ চৌধুরী(জিকু) সন্তোষজনক কোনো জবাব দিতে না পারার ফলে বিশ্ববিদ্যালয়কে অতিরিক্ত ১৩ লাখ টাকা জরিমানা গুনতে হয়।
সেসময় জরিমানাসহ মোট অর্থের পরিমাণ ছিলো ৪৩ লক্ষ টাকা।
এ ঘটনার পর অর্থ আত্মসাৎ ও হিসাবে গরমিলের কারণে রিসার্চ সেলের কম্পিউটার অপারেটর কাওসার হামিদকে কে সাময়িকভাবে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়।
অনুসন্ধানে জানা যায়, শিক্ষা ছুটিতে থাকাকালীন,মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অসংখ্য শিক্ষকের নামে ভুয়া গবেষণা প্রজেক্ট দেখিয়ে তুলে নেয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা।
এবং ভুয়া বিল-ভউচার প্রস্তুত ও ব্যাংক এ্যাডভাইসের মাধ্যমে পরবর্তীতে এ টাকা সমন্বয় করা হয়েছে। এসকল ভুয়া বিল-ভাউচারে ব্যবহার করা হয়েছে শিক্ষকদের ভুয়া স্বাক্ষর এবং নকল সীল।
শিক্ষা ছুটিতে থাকাকালীন সময়ে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের এক শিক্ষকের নামে গবেষণা বাবদ প্রাপ্ত অর্থ দেখানো হয়েছে ১ লক্ষ ৫ হাজার টাকা, ইকোনোমিকস বিভাগের এক শিক্ষকের নামে ১ লক্ষ ৫ হাজার টাকা।
মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীন সময়ে ইন্সটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) এক শিক্ষক এর নামে দেখানো হয়েছে প্রায় দেড় লক্ষ টাকা। এছাড়াও গবেষণা প্রজেক্টের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়া মাইক্রোবায়োলজি বিভাগের এক শিক্ষকের নামে ভুয়া বিল-ভাউচার বানিয়ে গবেষণা বাবদ তার নামে অতিরিক্ত দেখানো হয়েছে আরো প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা।
এসব শিক্ষকরা জানান তাদের নামে গবেষণা বাবদ যে টাকা দেখানো হয়েছে তাদের একাউন্টে এমন কোন টাকাই আসেনি।
এসকল ভুয়া বিল-ভাউচারে গবেষণার জন্য যেসব বিক্রেতা প্রতিষ্ঠান থেকে রিয়েজেন্ট বা গবেষণা সামগ্রী ক্রয় দেখানো হয়েছে, অনুসন্ধানে জানা গেছে এসব বিক্রেতা প্রতিষ্ঠান উল্লেখিত তারিখে এ ধরনের গবেষণা সামগ্রী বিক্রি করে নি।
এবং কোন কোন বিক্রেতা প্রতিষ্ঠান এমন কোন গবেষণা সামগ্রী তাদের প্রতিষ্ঠান থেকে কখনো বিক্রিই করে নাই।
অনুসন্ধানে আরো দেখা গেছে ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অগ্রণী ব্যাংক নোবিপ্রবি শাখার রিসার্চ সেলের এখাউন্ট থেকে বিভিন্ন সময়ে চেকের মাধ্যমে মোটা অংকের টাকা উত্তোলন করা হয়ছে।
এর মধ্যে ১৮ অক্টোবর ২০২২ সালে এক চেকের মাধ্যমে উত্তোলন করা হয়েছে ২২ লক্ষ ৯ হাজার ৮৫ টাকা। চেকের মধ্যে তৎকালীন রিসার্চ সেলের পরিচালক ড. জামিউদ্দীন আহমেদ এর স্বাক্ষর এবং পরিচালক রিসার্চ সেল সম্বলিত সীল দেখা গেলেও তিনি জানান কখনো তিনি এই টাকা উত্তোলন করেন নি, কাউকে উত্তোলনের নির্দেশও দেননি।
তিনি বলেন তার নামের স্বাক্ষর জাল/ নকল করা হয়েছে এবং ব্যাংক থেকে টাকা নগদ উত্তোলনের সময় এ ব্যপারে তাকে কিছু জানানো হয়নি। চেকের উল্টোপিঠে নগদ গ্রহনকারী হিসেবে ছিলো কায়সার হামিদের নাম ও মোবাইল নম্বর।
অগ্রণী ব্যাংক নোবিপ্রবি শাখা থেকে রিসার্চ সেলের একাউন্ট থেকে অন্য এক চেকের মাধ্যমে সর্বোচ্চ টাকা উত্তোলন করা হয় ২০২৩ সালের জুন মাসের ২৫ তারিখ । চেকের মাধ্যমে তুলে নেয়া টাকার পরিমাণ ছিলো ২৪ লক্ষ ১৩ হাজার ৭৬৭ টাকা।
এই টাকা তুলে নেয়ার সময় রিসার্চ সেলের পরিচালকের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ট্রেজারার অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। চেকের মধ্যে তার স্বাক্ষর ও পরিচালক রিসার্চ সেল সম্বলিত সীল দেখা গেলেও তিনি জানান তার নামের স্বাক্ষর জাল/নকল করা হয়েছে এবং তিনি কাউকে এ টাকা উত্তোলন করার কোন নির্দেশ দেননি। অধিক অর্থ ছাড়ের ক্ষেত্রে ব্যাংক থেকে অ্যাকাউন্টধারীকে ফোন করে কনফার্ম করার সাধারণ নিয়ম থাকলেও এই টাকা নগদ উত্তোলনের সময় ব্যাংক থেকে তাকে ফোন করে কনফার্ম বা নিশ্চায়ন করা হয় নাই বলেও জানান তিনি। এই চেকের উল্টোপিঠেও নগদ গ্রহনকারী হিসেবে ছিলো কায়সার হামিদের নাম ও মোবাইল নম্বর।
সুত্র জানায়, তদন্ত কাজের জন্য অগ্রণী ব্যাংক নোবিপ্রবি শাখা থেকে রিসার্চ সেলের লেনদেনের তথ্য বিবরণী চাওয়া হলে তথ্য প্রেরণ করে অগ্রণী ব্যাংক নোবিপ্রবি শাখা। প্রেরিত তথ্যের মধ্যে অসংগতি পাওয়া গেলে এ বিষয়ে জানতে চাওয়া হলেও কোন সদুত্তর দিতে পারেনি অগ্রণী ব্যাংক নোবিপ্রবি শাখা কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে চাইলে নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক জানান, কম্পিউটার অপারেটর কাউসার হামিদকে বরখাস্ত করা হয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহনের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com