নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষাগত ও অবকাঠামোগত উন্নয়ন থমকে থাকলেও, শিক্ষকদের জন্য লন টেনিস কোর্ট নির্মাণে গাছ কাটার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে। যেখানে শ্রেণিকক্ষ সংকট, পরিবহন সমস্যা ও মৌলিক সুযোগ-সুবিধার ঘাটতি প্রকট, সেখানে এ ধরনের কার্যক্রম অগ্রাধিকারের বিকৃতি বলেই মনে করছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত একাডেমিক ভবন-৩ প্রকল্প বছরের পর বছর ধরে ঝুলে আছে। ফলে শ্রেণিকক্ষের অভাবে বিভিন্ন বিভাগের ক্লাস চলছে অস্বাভাবিক সময়সূচিতে। একজন শিক্ষক বলেন, “রুম না পাওয়ায় ক্লাসের সময় ঠিক রাখা যাচ্ছে না, শিক্ষকদের ওপরও চাপ বাড়ছে।”
পরিবহন ব্যবস্থাও সংকটপূর্ণ। প্রায় দশ হাজার শিক্ষার্থীর বিপরীতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস মাত্র ১১টি। চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজিদ মুনতাসীর বলেন, “প্রতিদিন ঝুঁকি নিয়ে গাদাগাদি করে বাসে উঠতে হয় বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।”
এ অবস্থায়, লন টেনিস কোর্ট নির্মাণে গাছ কাটাকে ‘একপেশে সুবিধা প্রদান’ হিসেবে দেখছেন অনেকেই। শিক্ষার্থী ফাহিমুল করিম মাসুম বলেন, “১১৪ কোটি টাকার প্রকল্পের প্রথম কাজ যদি হয় টিচারদের টেনিস কোর্ট, তাহলে এই উন্নয়ন শিক্ষার্থীদের নয়।”
অন্যদিকে স্পোর্টস ক্লাব সভাপতি আমির হামজা বলেন, “সেন্ট্রাল ফিল্ডে নেই পানি, নেই ওয়াশরুম, নেই চেইঞ্জিং রুম। অথচ টেনিস কোর্ট নিয়ে ব্যস্ত প্রশাসন।”
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ, ল্যাব, ক্যান্টিন, স্বাস্থ্যসম্মত খাবার ও হলের ভর্তুকি সবকিছুরই অভাব। পরিবহনপুলের বাস ছাউনি পর্যন্ত দীর্ঘদিন ধরে অসমাপ্ত। এমনকি সমুদ্রবিজ্ঞান বিভাগের একটি প্রকল্পের জন্য গাছ কেটে ফেলা হলেও কাজ শুরু হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. রেজওয়ানুল হক বলেন, “সরকারি কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করতে হয়। একটি প্রকল্প প্রণয়ন হওয়ার পর তা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা কমিটি, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ ও একনেকের বিভিন্ন ধাপ পেরিয়ে প্রধান উপদেষ্টা পর্যায় পর্যন্ত যায়। এজন্য প্রকল্প বাস্তবায়নে স্বাভাবিকভাবেই সময় লাগে।”
তিনি জানান, দীর্ঘদিন ঝুলে থাকা একাডেমিক ভবন-৩ প্রকল্পটি প্রায় ৩৪২ কোটি টাকার, যেখানে স্কুল ও কলেজের অবকাঠামো যুক্ত করা হয়েছে। এছাড়া, টিএসসি কমপ্লেক্স ও প্রধান ফটকের জন্য প্রায় ৫৯০ কোটি টাকার নতুন একটি প্রকল্পের প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “খেলার মাঠের অবস্থা নিয়ে আমরাও অসন্তুষ্ট। পুরো মাঠ ঘিরে জিমনেশিয়ামসহ একটি উন্নয়ন প্রকল্প প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।”
পরিবহন সংকট বিষয়ে উপ-উপাচার্য বলেন, “বর্তমানে সরকারি নির্দেশনায় নতুন বাস কেনায় নিষেধাজ্ঞা রয়েছে। তাই নতুন বাস সংগ্রহে প্রশাসনের সক্ষমতা সীমিত। তবে একটি বেসরকারি ব্যাংক শিগগিরই বিশ্ববিদ্যালয়কে একটি বাস উপহার দিতে যাচ্ছে।”
শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আবাসিক হলের খাবারে ভর্তুকি প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমান সরকারি নীতিমালায় খাবারে ভর্তুকি দেওয়ার অনুমতি নেই। তাই প্রশাসন চাইলেও এ বিষয়ে সরাসরি ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।”
গাছ কেটে লন টেনিস কোর্ট নির্মাণ নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, “এই প্রকল্পটি বর্তমান প্রশাসনের আগেই প্রণয়ন করা হয়েছিল। আমরা কেবল সেটি বাস্তবায়ন করছি। ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় বন বিভাগ থেকে ১,০০০ চারা গাছ এবং পূবালী ব্যাংক থেকে আরও কিছু গাছ পাওয়া যাচ্ছে, যেগুলো পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন স্থানে রোপণ করা হবে।”
প্রসঙ্গত, নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট,একাডেমিক ভবন তিন, টিএসসি, প্রধান ফটক, ক্যাফেটেরিয়া ও হলের ভর্তুকি বিষয়ে উন্নয়নের আশ্বাস দিলেও শিক্ষার্থীদের অভিযোগ এসবের কোনটিই বাস্তবায়িত হয়নি।
এ জাতীয় আরো খবর..