নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম অঞ্চলভিত্তিক সংগঠন নোবিপ্রবিতে আমরা নরসিংদীবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চড়ুইভাতি ও নবীন বরণ অনুষ্ঠান। ২২ সেপ্টেম্বর সোমবার বিশ্ববিদ্যালয়ের গ্যারেজে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবিতে আমরা নরসিংদীবাসী’র প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবিতে আমরা নরসিংদীবাসীর উপদেষ্টা অধ্যাপক ড. মো: আতিকুর রহমান ভূইয়া ও সহযোগী অধ্যাপক ড. মো. মফিজুল ইসলাম।
নোবিপ্রবিতে আমরা নরসিংদীবাসীর সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশিকুর রহমান জীবন।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হওয়ার পর অতিথিদের বরণ করে নেন শিক্ষার্থীরা। নবীন শিক্ষার্থীদের বরন করে তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষার্থী এবং শিক্ষকরা।
এসময় প্রধান উপদেষ্টা ড. মো:জাহাঙ্গীর সরকার বলেন “নরসিংদী থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে যাদের একাডেমিক রেজাল্ট ভালো হবে তাদের প্রতি সেমিস্টারে পুরস্কৃত করা হবে। সবসময় শিক্ষা ও দক্ষতা অর্জনের চেষ্টা করলে তোমাদের যেকোনো পরামর্শ প্রয়োজন হয় আমরা পাশে থাকবো। তোমরা যেন তোমাদের পরিবার এবং আমাদের সকলের মুক উজ্জ্বল করতে পারো তোমাদের কাছে আমরা সেই প্রত্যাশা করি “।
ড. মো: আতিকুর রহমান ভূইয়া বলেন, “নোবিপ্রবিতে আমরা নরসিংদীবাসী একটি অরাজনৈতিক সংগঠন। এখানে আমরা পরিবারের মতো থাকি এবং পরস্পরের যেকোনো প্রয়োজনে এগিয়ে আসি৷ এটা ভবিষ্যতেও চলমান রাখতে হবে। আজকে যারা দায়িত্বে আছে একদিন তারা সাবেক হবে, তোমরা দায়িত্বে থাকবে। এই সংগঠন যুগ যুগ শ্রদ্ধা ও বিনয়-ভালোবাসার বন্ধন অটুট রাখবে এটাই আমাদের কামনা”।
উপদেষ্টা ড. মো: মফিজুল ইসলাম বলেন-‘জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে চলে এসেছো৷ জীবনকে বহুদূর নিয়ে যেতে হলে বহুপথ পারি দিতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের সংগঠন বড় ভূমিকা পালন করে। নিজের মেধাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হলে সবাই সবার প্রয়োজনে পাশে থাকতে হবে”।
দুপুরের খাওয়া দাওয়ার পর মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে নিজেদের স্বাগত জানানোয় নোবিপ্রবি’তে আমরা নরসিংদীবাসী’ সংগঠনের এ উদ্যোগকে কৃতজ্ঞতায় স্বীকার করেন নবাগত শিক্ষার্থীরা। তারা বলেন-‘এত দূরে এসেও আজ মনে হচ্ছে নিজের বাড়ীতেই আছি। এ সংগঠনের মাধ্যমে সবসময় সিনিয়রদের থেকে পরামর্শ, সহযোগীতা পেতে পারবো এটা আমাদের জন্য বিশাল একটা সুযোগ। আমরা সবসময় এ সংগঠনের অংশীজন হিসেবে গর্ববোধ করবো। আগামী দিনে আমরাও আমাদের পরবর্তীদের জন্য এমন আয়োজনের অনুপ্রেরণা পেলাম’।
এ জাতীয় আরো খবর..