বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাবিপ্রবির ২২ শিক্ষার্থীর থাইল্যান্ডে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ সড়ক অবরোধ করে বিক্ষোভ বরিশালে বরিশালে র‌্যাবের ওপর হামলা গুলিতে মাদক ব্যবসায়ী নিহত চাঞ্চল্যকর মমতাজ হত্যার সকল আসামী খালাস অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্য নির্বাচন ও রুটিন মাফিক কাজ ছাড়া অন্য কোন দায়িত্ব নেই – আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বরিশালে হেলথ কার্ড বিতরণ বরিশালে ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে মানববন্ধন বরিশালে নির্বাচন ট্রাইব্যুনালে মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই মামলা দায়ের ঝালকাঠিতে ৮ পরীক্ষার্থী বহিষ্কার, কেন্দ্র সচিব ও হল সুপারসহ ৯ শিক্ষককে অব্যাহতি

নিষেধাজ্ঞার পর সাগরে জেলেরা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৬৪৪ বার

সরকারি নিষেধাজ্ঞা শেষে অবশেষে সারা দেশের জেলেরা সাগরে নেমেছে মাছ ধরতে। ৬৫ দিন পর সাগরে নেমেছেন উপকূলীয় এলাকার জেলেরা। শুক্রবার (২৩ জুলাই) দিনগত রাত থেকে কেউ আবার শনিবার (২৪ জুলাই) ভোর থেকে জাল, ফিশিং বোটসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে সাগরে নেমে পড়েছেন।

নিষেধাজ্ঞা কাটিয়ে উৎসবমুখর পরিবেশে জেলার শতাধিক মাছঘাট থেকে বঙ্গোপসাগরে রওনা দেন জেলেরা। অন্যদিকে, বরফকলগুলো আরও সচল হয়ে উঠছে। সাগরে মাছ ইলিশ শিকার করে বিগত ২ মাসের ধার-দেনা পরিশোধের পাশাপাশি ঘুরে দাঁড়াতে পারবেন বলেও আশাবাদী জেলেরা।

 

তথ্য বলছে, চট্টগ্রাম, বরিশাল, পটুয়াখালী কলাপাড়া, ভোলাসহ দেশের বিভিন্ন প্রান্তের জেলেরা রাতেই নেমে পড়েছে সাগরে। গত কয়েকদিন ধরে ট্রলার আর জাল মেরামত করে প্রস্তুত রাখা হয়েছিলো।

 

প্রতিটি ঘাট থেকে সারি সারি ফিশিং বোট গভীর সাগরে নেমেছে। একেকটি বোটে গড়ে ১৫ থেকে ২০ বা তার বেশি জেলে। জাল, খাদ্যসামগ্রীসহ অন্যান্য উপকরণ নিয়ে অন্তত এক সপ্তাহের জন্য সাগরে যাত্রা করেছেন তারা। বিকেলেও বোটে করে সাগরে যাবেন অনেকে। অনেকে আবার বৈরী আবহাওয়া কেটে গেলে সাগরে যাবেন।

 

 

এর মধ্যে ভোলায় সাগরে মাছ ধরেন জেলায় এমন নিবন্ধিত জেলের সংখ্যা ৬৩ হাজার ৯৫৪ জন। এদের মধ্যে সদরে ৩ হাজার ৬৯৮ জন, বোরহানউদ্দিনে ৭ হাজার ৬৫০ জন, দৌলতখানে ১১ হাজার ৫৫০ জন, লালমোজনে ৮ হাজার ৮০৪ জন, তজুমদ্দিনে ৪ হাজার ৫০৬ জন, চরফ্যাশন উপজেলায় ১৭ হাজার ৫৬১ জন ও মনপুরা উপজেলায় ১০ হাজার ১৮৫ জন। এর বাইরেও অনেক জেলে রয়েছে তারাও মাছ শিকার যাবার প্রস্তুতি নিয়েছেন।

 

জেলে ও মৎস্যজীবি সমিতির সভাপতি এরশাদ মাঝি জানান, সাগরে মাছ ধরা শুরুর প্রথমদিনে জেলার ৮০ ভাগ জেলে মাছ শিকারে গেছেন। তারা এদিন জন্য অপেক্ষায় ছিলেন, এখন অপেক্ষার অবসান হলো। নদীতে ইলিশ পড়া শুরু হয়েছে, আশা রাখছি সাগরেও ঝাঁকে ঝাঁকে মিলবে।

 

জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম বলেন, সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ, এখন আর জেলেদের মাছ ধরতে যেতে কোনো বাধা নেই। নিষেধাজ্ঞা সময়ে জেলেরা মাছ না ধরায় নদী ও সাগরে মাছের উৎপাদন বাড়বে। পাশাপাশি বেশি ইলিশ ধরা পড়বে বলে আশা রাখছি।

 

বরিশার জেলা মৎস কর্মকর্তা মৎস (ইলিশ) বিমল চন্দ্র বলেন, জেলার মৎস শিকারীরা সাগরে চলেছে মাছ শিকারে। এ বছর আশানুরুপ মাছ পাওয়া যাবে। তবে বরিশাল থেকে সর্বেোচ্চ হাজার খানেক লোক সাগরে যায়। বাকিরা এই জেলার নদীতেই মাছ শিকার করে থাকেন।

 

বরিশাল জেলায় তালিকাভূক্ত ৫০ হাজার জেলের পাশাপাশি নিবন্ধণ নেইসহ মোট ৭৮ হাজার জেলে রয়েছে। এরা প্রত্যেকেই নদীতে মাছ ধরছে। কারন নদীতে নদীতে নিষেধাজ্ঞা না থাকার কারনে বরিশাল জেলার জেলেরা প্রতিদিনই মাছ ধরতে পেরেছে। তবে যারা সাগরে মাছ ধরতে যায় তারা রাত অথবা সকাল থেকেই ছুটছে সাগরে মাছ ধরার জন্য।

 

সাগরে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ১৯ মে মধ্য রাত থেকে ২৩ জুলাই পর্যন্ত ইলিশসহ সব প্রজাতির মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা ছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com