নারায়ণগঞ্জে ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানাধীন মাছিমপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ সাগর হোসেন ওরফে রাজিব (২৯) অপরজন লক্ষীপুরের রামগঞ্জ থানাধীন পশ্চিম বিঘা এলাকার রুহুল আমিনের ছেলে মোঃ আমির হোসেন (৩০)।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরে সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র্যাব। এসময় তাদরে কাছ থেকে ২৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।
তারা দীর্ঘদিন ফেনসিডিল বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে ক্রয় করে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।