শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন

নরসিংদী বেলাবোতে বসত ঘরের বারান্দায় পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮ বার

নরসিংদীর বেলাবোতে ঘরের বারান্দার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল এক পুলিশ সদস্যের লাশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে লাশটি উদ্ধার করে বেলাবো থানা পুলিশ

নিহত পুলিশ সদস্য মাদিন খাঁন (হৃদয়) (৩০) নরসিংদী জেলার বেলাবো উপজেলার বেলাবো সদর ইউনিয়নের চর বেলাবো নামাপাড়া গ্ৰামের মাইন উদ্দিন খাঁনের ছেলে।নিহত পুলিশ সদস্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

এ ঘটনায় নিহত পুলিশ সদস্য মাদিন খাঁন (হৃদয়ের) বাবা মোঃ মাইন উদ্দিন খাঁন বেলাবো থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

মৃত্যুর আগে কিছুক্ষন ওই পুলিশ সদস্য ফেসবুক স্ট্যাটাসে লেখেন,”সবার কাছে ক্ষমা চাচ্ছি শুধু একজনের কাছে ক্ষমার অযোগ্য আমি” “তাও ক্ষমা চাচ্ছি জীবনের শেষ ইচ্ছে”

অভিযোগে নিহত পুলিশ সদস্য মাদিন খাঁন (হৃদয়ের) বাবা উল্লেখ করেন,আমার ছেলে পুলিশ ফাঁড়িতে কর্মরত অবস্থায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ছুটিতে বাড়ি আসে। মঙ্গলবার রাত ১০টা ৫ মিনিটে তার ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চেয়ে পোস্ট করে।রাত ১১টা ৩০ মিনিটে উপজেলার বাজনাব ইউনিয়নের কাজীরটেক গ্ৰামের মৃত মামুন মিয়ার ছেলে মুছেন মিয়ার বাড়ির ঘরের বারান্দায় গ্ৰিলের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে নিহতের ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন।

তবে এ বিষয়ে কারও প্রতি কোনো সন্দেহ নেই বলে জানান নিহত পুলিশ সদস্যের বাবা মাইন উদ্দিন খাঁন।

এ বিষয়ে বেলাব থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com