র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর একটি চৌকস অভিযানিক দল আজ বুধবার (৯ মার্চ) নরসিংদী জেলার সদর থানাধীন করিমপুর দক্ষিনপাড়া হতে হত্যা মামলার অন্যতম প্রধান আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত আসামী হলো নরসিংদী জেলার সদর থানাধীন নজরপুর গ্রামের মোঃ হারুন মিয়া এর ছেলে ইয়াসিন(২৫)।
প্রাথামিক অনুসন্ধানে জানা যায় যে, ৮ মার্চ মঙ্গলবার সকালে নজরপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের পেছনে পতিত জমিতে এলাকাবাসী একটি মৃতদেহ দেখতে পায়।
পবরর্তীতে সকাল ৯টার দিকে নরসিংদীর সদর থানা কর্তৃক গলা কাটা লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত ব্যক্তি হলেন, নরসিংদী জেলার সদর থানাধীন নজরপুর গ্রামের মৃত হাশেম মিয়ার ছেলে দুলাল মিয়া (৩৭) তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
পরে ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালিয়ে র্যাব-১১, নরসিংদী এর একটি চৌকস আভিযানিক দল কর্তৃক দুলাল হত্যার প্রধান আসামি ইয়সিন (২৫)কে নরসিংদী জেলার সদর থানার করিমপুর দক্ষিনপাড়া হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
বাদীর পরিবারের নিকট হতে জানা যায় যে হত্যাকাণ্ডের দিন ইয়াসিন, হত্যাকাণ্ডের শিকার দুলাল মিয়াকে বাসা থেকে ডেকে নিয়ে যায়।
বাদীর পরিবারের কাছ থেকে আরো জানা যায় যে দুলাল মিয়ার সাথে ইয়াসিনের জমিজমাসংক্রান্ত পূর্ব শত্রুতা ছিল।
হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর প্রধান আসামি ইয়াসিন তার এক আত্মীয়ের বাসায় সপরিবারে আত্মগোপনে ছিল।
র্যাব ১১ নরসিংদী দ্রুততার সাথে পলাতক ইয়াসিনের অবস্থান শনাক্ত করে উক্ত এলাকার চারদিক থেকে ঘিরে ফেলে তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করে।
আসামীরা পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে দুলাল মিয়াকে হত্যা করে বলে জানা যায়। খুনে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে র্যাব।