দিনাজপুরে সনাতন ধর্মাবলীদের ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেল চারটায় শহরের রায় সাহেব বাড়ি প্রাঙ্গণে রথযাত্রা উৎসব ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হইপ ইকবালুর রহিম এমপি।
তার নেতৃত্বে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্লিল রথযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রায় সাহেব বাড়িতে এসে শেষ হয়। এ সময় পুণ্যার্থীরা পুণ্য লাভের আশায় অনেকে রথ দেখে, দড়ি টানাতে অংশ নেন।
এর আগে রায় সাহেব বাড়ী মাঠে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মৎস্য উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এমপি বলেন, বর্তমানে রাষ্ট্রব্যবস্থা যেভাবে পরিচালিত হচ্ছে এখানে সকল ধর্ম বর্ণের মানুষের সমান অধিকার।
অসাম্প্রদায়িক চেতনায় সকলেই এক হয়ে কাজ করছে। আর এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য। সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে এটাই কাম্য।
রথযাত্রা মহোৎসবে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে অংশ নেন দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ পুলিশ সুপার শাহ ইফতেখার আহাম্মেদসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।