ঠাকুরগাঁও সদর উপজেলার ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
সদর উপজেলা পরিষদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটোর সভাপতিত্বে অনুষ্ঠানে বাজেট উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বাজেটে উপজেলার এক বছরের আয় ধরা হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৪৬ হাজার ৪শ ২৮ টাকা।
এর বিপরীতে অনুন্নয়ন খাতে ব্যয় বাদ দিয়ে ১৪ টি খাতে জনস্বার্থে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৭ লাখ ৩ হাজার ৫শ টাকা। উল্লেখ্য, করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় উন্মুক্ত বাজেট ঘোষণা করার কথা থাকলেও তা সীমিত আকারে অনুষ্ঠিত হয়।