বরিশালে গৌরনদীতে ট্রাকের চাঁপায় দেলোয়ার হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ শনিবার (১২ জুন) দুপুরে জেলার গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার বরিশাল সদর উপজেলার দক্ষিণ পলাশপুর এলাকার ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে ও বেবি কেয়ার কোম্পানীর প্রোডাক্ট প্রমোশন অফিসার ছিলেন।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ মাহবুব ইসলাম আনন্দ বার্তাকে জানান, বরিশাল থেকে গৌরনদীর উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে আসছিলেন দেলোয়ার হোসেন। পথিমধ্যে আশোকাঠী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি ট্রাক চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার নিহত হন। ট্রাকসহ চালক সোহাগকে আটক করা হয়েছে।