র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান এবং স্কোয়াড কমান্ডার মোঃ ওমর আলী এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ৪নং মোবারকপুর ইউনিয়নের লক্ষীপুর কালিনগর গ্রামের অভিযান চালিয়ে ২ কেজি হেরোইন সহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ মতিউর রহমান (৪৫) নামের এক জনকে আটক করে।
আটককৃত মতিউর ওই এলাকার মোঃ মকবুল হোসেন ছেলে।
ঘটনার বিবরণে র্যাব-৫ জানান, গতকাল বুধবার অভিযান চালিয়ে মোঃ মতিউর রহমান (৪৫), গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার নিকট হতে ২ কেজি হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা।