গত সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন গোয়ালবাড়ী ইউনিয়নের
ফলিমারী বিল সংলগ্ন রাস্তার উপর সোনাজল নামক স্থানে জমজম ট্রাভেলস, সাথী এন্টারপ্রাইজে এবং চাঁপাই
ট্রাভেলসে গাড়ীতে অনুমান ১৫/১৬ জন অজ্ঞাতনামা ডাকাত দেশী বিদেশী আগ্নেয়াস্ত্রসহ লোহার রড, হাসুয়া, ছোড়া, চাকু এবং লাঠি দিয়ে অজ্ঞাতনামা একটি ট্রাক এবং ভুটভুটি চালক ও হেলপারদের মারপিট করে ট্রাক এবং ভুটভুটি দিয়ে রাস্তায় বেরিকেট করে ডাকাতি করেছে।
এতে বহনকারী বাসের যাত্রী/ড্রাইভার এবং হেলপারের নিকট হতে নগদ অর্থ, স্বর্ণলংকার ও মোবাইল সেট সহ লুট করে নেয়। এ বিষয়ে ভোলাহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৬।
সেই হিসেবে র্যাব-৫, রাজশাহীরি সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ২৪ আগস্ট রাত আনুমানিক দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহভাজন ডাকাত দলের ৪ জন সদস্যকে আটক করে। এরা হলেন মোঃ আনোয়ার হোসেন, মোঃ লাল্টু মিয়া, মোঃ আব্দুল জাব্বার (২২), মোঃ মোকলেছুর রহমান (৪৮), এরা সবাই বড়গাছি হাট, ভোলাহাট তানা এলাকার বাসিন্দা।
ডাকাত স্বীকার করে যে তারা তিনজন সক্রিয় ভাবে জড়িত ছিল। উক্ত ডাকাতির ঘটনায় মূল আসামীসহ অন্যান্য আসামী এবং লুন্ঠিত মালামাল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে র্যাব থেকে জানানো হয়েছে।