সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র্যাব-৫ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান এবং স্কোয়াড কমান্ডার মোঃ ওমর আলী এর নেতৃতে আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হরিপুর গ্রামের অভিযান পরিচালনা করে ভারতীয় তৈরি সিগারেট-৮৮০০০ (আটাশি হাজার) পিচ সহ ২ জন চোরাকারবারীতে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, সাইফুদ্দিন(৪০), মোঃ রবিউল ইসলাম @ রবু (৪০)।
ঘটনার বিবরণে জানান, র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হরিপুর গ্রামের করিম বাজারস্থ তিন রাস্তার মোড়ে বট গাছের নিচে ২ জন ব্যক্তি অবৈধ ভারতীয় তৈরি সিগারেট বিক্রয় করিতেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ব্যবসায়ীদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনুমানিক ৯ টায় অভিযান পরিচালনা করে ২ জন চোরাকারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এসময় তাদের হেফাজত হইতে ভারতীয় তৈরি বিড়ি-৮৮০০০ পিচ, মোবাইল সেট-০২টি, সীমকার্ড-২টি এবং বাইসাইকেল-২টি সহ উদ্ধার করা হয়।