র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ সিপিসি-১ ক্যাম্প রাজশাহীর একটি অপারেশন দল আজ বিকালে ৫নং মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর মেলার থেকে কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ১ কেজি ৯০০ গ্রাম হেরোইন, সহ মোঃ রিপন আলী (৩০) কে গ্রেফতার করে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।