শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজ মেয়ের খোঁজে স্কুলে মা, নিয়ে গেলেন পোড়া ব্যাগ ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষ, নিহত শ্বশুর-পুত্রবধূ বরিশাল সদর উপজেলা আওয়ামী লগের সভাপতি ছবি গ্রেফতার আনন্দবার্তার প্রতিবেদন প্রকাশের পর নোবিপ্রবিতে দুদকের অভিযান প্রধান উপদেষ্টার কাছে জীবনের নিরাপত্তা চেয়ে বৈষম্যবিরোধী নেতা মারযুকের আবেদন বরিশালে বজ্রপাতে ট্রাক্টর চালকের মৃত্যু ছয় দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ভয়াবহ যানজট শিক্ষার্থীদের সচিবালয় থেকে সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী যুদ্ধবিমান বিধ্বস্ত: ৭ম শ্রেণির ছাত্র সামিউলের দাফন সম্পন্ন

গবেষণা পর্যালোচনা কর্মশালায় সেরা উপস্থাপক ৯ শিক্ষক

মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ১৯২ বার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২০-২১ অর্থ বছরে সম্পাদিত গবেষণা প্রকল্পসমূহের তিন দিন ব্যাপী অনুষ্ঠিত ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২১’ এর সেরা উপস্থাপকের সম্মাননা পেয়েছেন ৮টি অনুষদের ৯ জন শিক্ষক।

গত ১৯ ডিসেম্বর (রবিবার) হতে ২১ডিসেম্বর (মঙ্গলবার) তিনদিন ব্যাপী ওই কর্মশালায় ৮ অনুষদের ২০২০-২১ অর্থবছরে সম্পাদিত মোট ১১৭ টি গবেষণা প্রকল্পের চূড়ান্ত ফলাফল উপস্থাপন করা হয়। উপস্থাপকগণ তাদের উপস্থাপনার জন্য সর্বোচ্চ ১০ মিনিট সময় পান।

কর্মশালার শেষ দিন ২১ ডিসেম্বর বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ সেরা উপস্থাপকদের সম্মানিত করা হয়।

 

ওই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আই.আর.টি) এর পরিচালক অধ্যাপক ড. এস এম হারুন উর রশিদ।

বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় শিক্ষকদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ৮ অনুষদের সেরা ৯ জন উপস্থাপক হলেন, কৃষি অনুষদের এন্টোমলজি বিভাগের প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ এবং বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ড. মো: আবু সাঈদ, বিজনেস স্টাডিজ অনুষদের অ্যাকাউন্টিং বিভাগের মো: মঈন উদ্দীন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ফুড প্রসেসিং এন্ড প্রিজার্ভেশন বিভাগের প্রফেসর ড. মারুফ আহমেদ, ভেটেনারি এন্ড এনিমেল সাইন্স অনুষদের ডেইরি অ্যান্ড পোল্ট্রি সাইন্স বিভাগের প্রফেসর ড. মোসা: আফরোজা খাতুন, ফিশারিজ অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের প্রফেসর ড. ইমরান পারভেজ, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী প্রফেসর মো: সোহরাওয়ার্দী, সাইন্স অনুষদের কেমিস্ট্রি বিভাগের প্রফেসর ড. মো: শামসুজ্জোহা এবং সোশ্যাল সাইন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী প্রফেসর মো: জুয়েল আহমেদ সরকার।

 

উল্লেখ্য, কর্মশালার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com