কুষ্টিয়ায় দুই সাংবাদিকের নামে মিথ্যা অভিযোগে মামলা দেওয়া হয়েছে। কর্মসূচিতে না থেকেও এই মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে একাধীক সূত্রে উঠে এসেছে।
দৈনিক সূত্রপাত পত্রিকার স্টাফ রিপোর্টার ও পরিবর্তনের অঙ্গীকারের বার্তা সম্পাদক আব্দুল কাদের ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, ও দৈনিক সত্যখবর পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক শরিফুল ইসলাম শরিফের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা মামলার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
সুত্রে জানা যায়, গত ১লা আগষ্ট আলামপুর বাজারে বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ভোলা জেলা বিএনপি’র শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী সরকারের গুলিবর্ষণ করে হত্যার প্রতিবাদে এবং কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক “মোঃ মোজাক্কির রহমান রাব্বি” ও কুষ্টিয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক “সাইফ মোস্তফা সাব্বির” কে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে কুষ্টিয়া জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল কিন্তু বিক্ষোভ সমাবেশ না থেকেও পুলিশ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন বলে জানা গিয়েছে।
মামলা নং ৫ জিআর ৩১৩/২০২২ইং। ধারা – ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ডি।
এজাহারে উল্লেখ যে, ভোলায় স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহতের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্র যোষিত বিক্ষোভ ২ আগষ্ট তারিখ সকাল অনুমান ১০.১৫ ঘটিকারসময় কুষ্টিয়া মডেল থানাধীন ভাদালিয়া বাজারে বাংলাদেশজাতীয়তাবাদী দল (বিএনপি) ও বিভিন্ন অঙ্গ সংগঠনের অনুমান ৬০/৭০ জন নেতা কর্মী হাতে লোহার রড, বাঁশের লাঠি ও কাঠের বাটামসহ আলামপুর বালিয়াপাড়া পশু হাটের সামনে যশোর টু খুলনা হাইওয়ে রোডে চলাচলরত বাস, ট্রাক, অটো থামিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। মূলত এই বিষয়ে পুলিশ বাদি হয়ে মামলাটি অন্তর্ভুক্ত করেছে।
এ জাতীয় আরো খবর..