গাজীপুরের কালিয়াকৈর শ্রমিক বাহি বাস চাপায় শহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৮টার সময় উপজেলার সূত্রাপুর জিএমএক্স কারখানার সামনে এ ঘটনা ঘটেছে।
নিহত হলেন, জামালপুর জেলার মাদারগঞ্জ থানার গোপালপুর গ্রামের জাফর হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৫৫)। তিনি উপজেলার সূত্রাপুর এলাকার আনসার আলীর বাসার ভাড়াটিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে,জীবিকার তাগিদে শহিদুল ইসলাম পরিবার পরিজন নিয়ে ৮ মাস আগে কালিয়াকৈর উপজেলায় আসে।
পরে উপজেলার সূত্রাপুর এলাকায় আনসার আলীর বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রীর ও চার ছেলে এক কন্যা সন্তান নিয়ে বসবাস করে আসছে। বাসার পাশেই পুরাতন(ভাঙ্গারি) টিন, লোহাসহ বিভিন্ন প্রকার জিনিসপত্রের ব্যবসা করে আসছে। ছোট মেয়ে মৌসুমি স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করে।
প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল আটটার দিকে মেয়েকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপার করে দিয়ে ফিরে আসার সময় কালিয়াকৈর থেকে ছেড়ে আসা কেপি পরিবহণ বাসটি জিএমএক্স কারখানার সামনে পৌঁছালে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম মারা যান।
তবে পরিবারের লোকজন লাশটি দেশের বাড়ি নেওয়ার প্রস্তুতি চালাচ্ছে।
সুত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোলাইমান মিন্টু জানান, সড়ক দুর্ঘটনায় একজন ভাড়াটিয়া মারা গেছে শুনেছি। লাশটি কোথায় আছে আমার জানা নেই।
নাওজোড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ওই ঘটনাস্থলে আমার পুলিশ সদস্যদের পাঠিয়েছি।