“নির্বাচনের গুরুত্ব করোনার চেয়েও বেশি” বলে দাবী করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। নির্বাচনের কারণে করোনা সংক্রমণ বাড়ে এমন কথা মানতে নারাজ সিইসি। আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালে সংশ্লিষ্টদের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। সিইসি আরো বলেন, জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনার দায়িত্ব নির্বাচন কমিশনের কাছেই থাকা উচিত। কেননা ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ তারাই করেছেন।
আজ শনিবার (১২ই জুন) সকালে বরিশাল সর্কিট হাউজে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে বিভাগীয় ও স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা অংশ নেন। আগামী ২১ জুন ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন নিয়ে মাঠ কর্মকর্তাদের কথা শোনেন সিইসি। মাঠ কর্মকর্তাদের অনেকের মুখেই ছিলো নির্বাচন নিয়ে নানা শঙ্কার কথা। অভ্যন্তরীণ দলাদলিতে নির্বাচনে বিশৃঙ্খলা হতে পারে বলে মতামত ছিলো অনেকের। তার জন্য প্রতিটি ইউনিয়নে একজন করে ম্যাজিষ্টেট নিয়োগের দাবী তুলেছেন মাঠ কর্মকর্তারা।
আইন শৃঙ্খলা ঠিক রাখতে কঠোর নির্দেশনার কথা জানান সিইসি। দল মত না দেখে আচরণবিধি ভঙ্গকারীদের আইনের আওতায় আনার হুশিয়ারী দিয়েছেন তিনি।
প্রায় দুই ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কে এম নূরুল হুদা মন্তব্য করেন, নির্বাচন করলেই করোনা সংক্রমনের বাড়ে তা সঠিক নয়। রাজশাহীতে এখন নির্বাচন নেই অথচ করোনা বৃদ্ধি; দেশ বিদেশের এমন নানা চিত্র তুলে ধরেন। তার দাবী করোনার চেয়েও নির্বাচনের গুরুত্ব বেশি।
কথা বলেন সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনকে নিয়ে ৪২ জন বিশিষ্ট ব্যক্তির দেয়া বিবৃতি নিয়েও। তার দাবী, “পলিটিক্যাল মটিভেটেড” হয়ে অসত্য বিবৃতি দিয়েছিলো তার কমিশনের বিরুদ্ধে। বিবৃতিদাতাদের অনেকরই পিপি সম্পর্কে ধারনাই নেই বলেও মনে করেন সিইসি।
ম্বাস্থ্য মন্ত্রনালয়ের অনুরোধে রাজশাহী, খুলনা বাদ দিয়ে বরিশালসহ কম সংক্রমন এলাকাতে আগামী ২১ জুন সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচন করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
সভায় সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, রেঞ্জ ডি আইজি এসএম আক্তারুজ্জামান, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহম্মেদ খান, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন।
সভায় বরিশাল বিভাগের নির্বাচন কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের উর্ধ্বতন র্কমর্কতারা অংশগ্রহন করনে।