করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে নগরের চান্দঁগাও থানায় মামলা দায়ের করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী মো. মোস্তফা কামাল চৌধুরী দুলাল।
আসামি নুরুল আবছার, নগরের সদরঘাট থানার কদমতলী এলাকার আবুল খায়ের মেম্বারের বাড়ীর হাজী আবুল খায়ের মেম্বারের ছেলে।
মামলার এজাহারে অভিযোগ আনা হয়, মেয়রের পিএস দুলালের অনলাইনে এক প্রতিবেদন চোখে পড়ে। যেখানে গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে নগরের পশ্চিম মাদারবাড়ী এলাকায় চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ নামক সংগঠনের ব্যানারে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরীকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় বক্তব্য দেন।
বক্তব্যের এক পর্যায়ে তিনি অন্যান্যদের সাথে উপস্থিত সাংবাদিকদেরও সাক্ষী করেন।
আসামি ইচ্ছাকৃতভাবে গণমাধ্যমের মাধ্যমে জনসমক্ষে মানহানীকর, হুমকীমূলক বক্তব্য রাখেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমের কারনে ব্যাপক প্রচার হওয়ায় একজন প্রতিমন্ত্রী মর্যাদাপ্রাপ্ত নির্বাচিত জনপ্রতিনিধি তথা চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়রের চরম মর্যাদাহানী হয়, মেয়রের নিরাপত্তা চরম হুমকীর মুখে পড়ে, স্বনামধন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চট্টগ্রাম সিটি করপোরেশনের সুনামক্ষুন্ন হয়েছে দাবি করে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান চৌধুরী বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়রের ব্যক্তিগত সহকারী করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইনের একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
করদাতা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক আমীর উদ্দীন বলেন, করদাতা সুরক্ষা পরিষদের আন্দোলনকে বানচাল করার জন্য মেয়র নতুন ফাঁদ তৈরি করে করেছে। আমাদের উপর হামলা মামলা করে আন্দোলন থামানো যাবে না। আমাদের আন্দোলন চলবে।
কথা বলার মাঝেই মামলায় অভিযুক্ত সংগঠনটির সভাপতি নুরুল আবছারের সঙ্গে কথা বলিয়ে দেন আমীর উদ্দীন। নুরুল আবছার বলেন, মামলা দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবেনা। এটি আইনি বিষয় আইনীভাবে মোকাবেলা করা হবে। বক্তব্যের বিষয়টি তুলে ধরতে গিয়ে বলেন, আমি চট্টগ্রামের মানুষ, মেয়রও চট্টগ্রামের মানুষ। তুই সাধারণত আঞ্চলিক ভাষায় আপন মানুষকেই সম্বোধন করে। ওইদিন বক্তব্য দেওয়ার খানিক আগেই আমাকে মুঠোফোনে অকথ্য বাসায় গালাগাল করে হুমকি দেওয়া হয়। এতে আমার মাথাও গরম ছিলো।