পাবনার আটঘরিয়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে স্মার্ট এডুকেশন সিস্টেম এর উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ল্যাবরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ নাঈম রেজা। প্রধান শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্যদেন কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও বিটিএ এর সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান।
উপস্থাপনা করেন দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া।
কর্মশালায় উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপারবৃন্দ অংশ নেয়।
এ জাতীয় আরো খবর..
evde petek temizliği nasıl yapılır pratik ve kolay yöntem Patlayan bir boru varsa borunun üzerindeki seramik, kırılarak çıkartılmalıdır. Ardından, sızıntının meydana geldiği borunun tamiri yapılmalıdır. Ev sahibinin elinde benzeri bir fayans varsa ya da kısa süre içerisinde temin edebiliyorsa fayans kullanılarak kapatma işlemi yapılmaktadır. Sonuç olarak, evinize çok fazla zarar vermeden onarım işlemleri tamamlanmaktadır. https://gaming-walker.com/read-blog/22570