পরিবহন শ্রমিকদের মারপিট ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক প্রত্যাহার করেছে শ্রমিকরা।
সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দীন এর নেতৃত্বে মালিক শ্রমিক ঐক্য পরিষদ, সেনাবাহিনী, পুলিশ সুপার, জেলা প্রশাসক, ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কসহ আরো অনেকের উপস্থিতিতে কুষ্টিয়া জেলাতে বাস ও সিএনজির মধ্যে অচল অবস্থার নিরসন হয়েছে।
আজ থেকে সকল রুটের গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করবে।
উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) শারমিন আখতার, পুলিশ সুপার আলমগীর হোসেন, জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মো. আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক আবুল ফজল সেলিম, অর্থ সম্পাদক এসএম রেজাউল করিম, শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব উল হক, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি নওশের আলী, কুষ্টিয়া জেলা বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক হাজী রবিউল আওয়াল প্রমূখ।
এসময় কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন দখল, লুটপাট, ভাংচুর ও সহিংসতা বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার অনুরোধ জানান।
অপরাধী যদি তিনিও হন তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করলেও তার কোন আপত্তি থাকবে না। তিনি প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ জাতীয় আরো খবর..