সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা ব্যবস্থা, তারেক রহমানের মামলা প্রত্যাহার, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রাজিব আহসানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।
শনিবার (১৬ অক্টোবর) বেলা ১১ টায় বরিশাল জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ব্যানারে সদর রোড বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশের শুরিতে মিছিল করার চেষ্টা করলে তাতে বাধা দেয় পুলিশ।
বরিশাল জেলা যুবদল (দঃ) সাধারণ সম্পাদক এ্যাডঃ এইচ এম তসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আমরা দেশে গনতন্ত্র চাই।
আমরা চাই সবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসা ও তারেক রহমান সহ দলের সকল নেতার বিরুদ্ধে করা সকল মামলা প্রতাহার চাই। রাজিব আহসান বরিশালের সন্তান। তিনি বরিশালের গর্ব। অনতিবিলম্ব তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
সমাবেশে পুলিশের বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ লোকমান হোসেন বলেন, অনুমতি না থাকায় পুলিশ মিছিলে বাধা দেয়। আর তারা সদর রোডে অরাজকতা সৃষ্টির মনোভাব নিয়েই পুলিশের বেরিকেড অতিক্রম করে, তাই পরিস্থিতি স্বাভাবিক করতে আমাদের বাধা।
সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন,বিসিসি ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর মীর জাহিদুল কবির জাহিদ সহ জেলা ও মহানগর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ সর্বস্থরের নেতৃবৃন্দ।
এ জাতীয় আরো খবর..