‘অবৈধভাবে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থাকে তারা তামাশায় পরিণত করেছে। দেশের মালিক জনগণ আজ ভোটাধিকার হারিয়েছে। রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশীদারিত্ব নেই, বাক ও ব্যক্তিস্বাধীনতা আজ ভুলুন্ঠিত’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
তিনি আজ বুধবার নয়াপল্টনস্থ মহানগর বিএনপি কার্যালয় ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র এক সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। তিনি বলেন, ‘আগামী নির্বাচনের পূর্বেই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পূণর্বহাল করতে হবে, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবী না মানলে রাজপথের আন্দোলনের মাধ্যমেই ফয়সালা করবে জনগণ।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তির জন্য দেশনেত্রীকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার সুযোগ করে দেয়ারও আমি জোর আহবান জানাচ্ছি।
সভায় সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, ‘সরকারের দুর্নীতি-দুঃশাসনের ফলে আজ দেশে দ্রব্যমূল্যের আকাশছোঁয়া উর্দ্ধগতি। খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তাই ক্ষুধার জ¦ালায় অনাহারী মানুষ উপায় না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। অবিলম্বে এই সরকারের পতন, কারণ জনগণের সরকার প্রতিষ্ঠা করতে না পারলে দেশের মানুষ ‘৭৪ এর মতো দূর্ভিক্ষের কবলে পড়বে।
সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়কগণ এবং আহবায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।