শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা : ৪০ জনের বিরুদ্ধে মামলা বাউফলে পরকীয়া সন্দেহে শিক্ষক স্ত্রীকে জবাই করে হত্যা বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু বরিশালে পারিবারিক বিরোধে রক্তাক্ত প্রতিশোধ, কুপিয়ে হত্যা গ্রাহকদের কোটি টাকা নিয়ে পালিয়েছে কর্মকর্তা স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বরিশালে অবস্থান কর্মসূচি রৌমারীতে তিন জনকে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার বাউফলে ব্রিজের সাথে বাল্কহেডের ধাক্কাঃ শরীর থেকে মাথা বিচ্ছিন্ন শ্রমিকের পুত্রকে পিটিয়ে হত্যা করে পিতামাতার আত্মসমর্পণ ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাওয়ার পথে অস্ত্র ঠেকিয়ে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ছিনতাই

কলেজ শিক্ষকের বিরুদ্ধে জাল সনদ বিক্রয়ের আভিযোগ

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১৯২ বার

বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে জাল সনদ বিক্রির অভিযোগ উঠেছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন শিক্ষক। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ‌্যমিক ও উচ্চ শিক্ষা অ‌ধিদপ্ত‌র।

 

যার বিরুদ্ধে সনদ বিক্রির অভিযোগ উঠেছে তার নাম এইচ এম শামীম আহম্মেদ। তিনি ব‌রিশাল নগরীর সিঅ্যান্ডবি রোডের ফরাজী ওয়ার্কশ‌পসংলগ্ন ফজলুল হক রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের মা‌লিক।

 

তার কাছ থেকে সনদ কেনার দাবি করেছেন মো. সুমন নামে এক ব্যক্তি।  আভিযোগ কারী সুমন বলেন , ‘আ‌মি অষ্টম শ্রেণির সা‌র্টিফি‌কেট কিনতে যাই শামীম আহ‌ম্মে‌দের কা‌ছে। তি‌নি ১০ হাজার টাকা দাবি কর‌লে আ‌মি ৩ হাজার টাকা দিতে চাই। তি‌নি নি‌জেই সই করে সনদ ও প্রত‌্যয়নপত্র দেন।’

 

‘অর্থ লেনদেনের সময় ধারণ’ করা ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়ালে আলোচনার সৃষ্টি হয় বরিশালজুড়ে।

 

এসব অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হয় শিক্ষক শামীম আহ‌ম্মেদের সঙ্গে। তবে তিনি সব অভিযোগ নাকচ করে গণমাধ্যমে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

 

হাতেম আলী কলেজের অধ‌্যক্ষ মু. মোস্তফা কামাল ব‌লেন, বিষয়টি শুনেছি এবং খোঁজখবর নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

 

মাধ‌্যমিক ও উচ্চ শিক্ষা অ‌ধিদপ্ত‌র ব‌রিশা‌লের প‌রিচালক মোয়া‌জ্জেম হো‌সেন গনমাধ্যমকে বলৈন , শিক্ষক শামীমের বিরুদ্ধে সনদ বিক্রির অভিযোগ পেয়েছি। তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হ‌য়ে‌ছে।জবাব পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা  হবে বলে  ওই কর্মকর্তা।

 

স্থানীয় বাসিন্দা আ‌নিসুর রহমান স্বপন ব‌লেন, ‘একজন শিক্ষ‌কের সনদ বি‌ক্রির বিষয়‌টি খুবই দুঃখজনক। য‌দি ওই শিক্ষক এই কাজ ক‌রে থা‌কেন তাহ‌লে তি‌নি জা‌তির জন‌্য কলঙ্ক। বিষয়‌টি তদন্ত ক‌রে দৃষ্টান্তমূলক শা‌স্তির দাবি কর‌ছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com