শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন

মোদীর উপহারের ৪০টি অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ১১৪ বার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহারের ৪০টি অ্যাম্বুলেন্স এখন পেট্রাপোলে এসেছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) এসব অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে।

বুধবার (২৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

 

ভারতীয় হাইকমিশন জানায়, উপহারের ৪০টি অ্যাম্বুলেন্স এখন পেট্রাপোলে এসেছে। বেনাপোল স্থল শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর এগুলো বৃহস্পতিবার ঢাকার উদ্দেশে রওনা হবে। অ্যাম্বুলেন্সগুলো কোভিড মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের ব্যাপক প্রচেষ্টাকে সমর্থন করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এ উপহার বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সহায়তার জন্য ভারতের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।

 

চলতি বছর ২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য, বিশেষ করে বাংলাদেশে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায়, বাংলাদেশ সরকারকে ১০৯ টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণে দ্বিতীয় ধাপে ৪০টি অ্যাম্বুলেন্স এখন আসছে।

 

এর আগে প্রথম দফায় গত ১৭ আগস্ট ৩১টি অ্যাম্বুলেন্স বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর বাকি ৩৮টি অ্যাম্বুলেন্স সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

সূত্রঃ বাংলা নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com