শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন

শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে র‌্যাবের শ্রদ্ধা নিবেদন

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪৪৪ বার

১৯৭৫ সালের ১৫ আগস্ট, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান ধানমন্ডির ৩২ নম্বরের নিজ বাসায় ঘাতকের নির্মম বুলেটের আঘাতে স্ব-পরিবারে শহীদ হন।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
র‌্যাব সদর প্তর কর্তৃক পবিত্র কোরআন খতম, বিশেষ দোয়া ও মোনাজাত, এতিম শিশুদের মাঝে খাবার
বিতরণ, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ কতিপয় কর্মসূচি গ্রহণ
করা হয়েছে।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস
উপলক্ষে আজ ১৫ই আগস্ট র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন র‌্যাব ফোর্সেস এর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস),
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরে দিনব্যাপী বিশেষ প্রামান্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। উক্ত প্রামান্যচিত্র প্রদর্শনীতে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের সকল কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য পদবীর সকল সদস্য উপস্থিত ছিলেন।

 

এছাড়াও, গত ১৩ই আগস্ট সারাদেশে র‌্যাবের সকল ব্যাটালিয়নের তত্ত্বাবধানে ০৪ হাজারের অধিক অসহায়, দুঃস্থ, এতিম ও হতদরিদ্রের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি, র‌্যাব সদর দপ্তর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়েছে এবং জুমার নামাজের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং নিহত অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনায় র‌্যাবের সকল মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়েছে।

 

সকালে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com