বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নোবিপ্রবি গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভিস নৈশভোজে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক ফার্মাসিউটিক্যালস শিল্পে কোয়ালিটি কন্ট্রোল হাসপাতালে বাহিরের ল্যাবের স্টাফ ও দালাল দেখলের আটকের নির্দেশ বরিশালে নানা আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠিত ক্রোমিয়াম বিষাক্ত, নাকি উপকারী? কম্বিনেশন ড্রাগ – একাধিক সমস্যার এক সমাধান দোকান ঘর নিয়ে খালের মধ্যে উল্টে পরেছে যাত্রীবাহি পরিবহন শেবাচিমের অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতিবাদে টানা সপ্তম দিনের আন্দোলন বরিশাল মেহেন্দিগঞ্জে স্কুল ছাত্রী মরিয়ম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন শেবামেকে চালু হলো হেমাটোলজি বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম

ফকির আলমগীরের মরদেহে নাগরিক শ্রদ্ধাঞ্জলি

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৬৭১ বার

গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর পৌনে ১২টায় নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে। বৃষ্টির কারণে আধা ঘণ্টা দেরিতে শুরু হয় নাগরিক শ্রদ্ধাঞ্জলি পর্ব। এর ব্যবস্থাপনায় ছিলো সম্মিলিত সাংস্কৃতিক জোট।  প্রথমেই আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ৷

 

শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী। শ্রদ্ধা নিবেদন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট, গণসঙ্গীত সমন্বয় পরিষদ, পথনাটক পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী, ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, দনিয়া সাংস্কৃতিক জোট, মহাকাল নাট্য সম্প্রদায়, স্পন্দন, আদিঢাকা সাংস্কৃতিক জোট, যুব ইউনিয়ন, কেন্দ্রীয় খেলাঘর আসর, জাসদ, ছাত্রমৈত্রী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

শুক্রবার (২৩ জুলাই) করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ফকির আলমগীর৷ এরপর তার মরদেহ হাসপাতালের হিমাঘরে ছিলো৷

 

সেখান থেকে শনিবার সকাল ১১টায় রাজধানীর খিলগাঁওয়ের পল্লীমা সংসদে তার মরদেহ নিয়ে আসা হয়৷ সেখানে প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়৷ সেখানে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়৷

 

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ যোহর খিলগাঁওয়ের মাটির মসজিদে ওই কণ্ঠযোদ্ধার দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে তাকে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com