শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা : ৪০ জনের বিরুদ্ধে মামলা বাউফলে পরকীয়া সন্দেহে শিক্ষক স্ত্রীকে জবাই করে হত্যা বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু বরিশালে পারিবারিক বিরোধে রক্তাক্ত প্রতিশোধ, কুপিয়ে হত্যা গ্রাহকদের কোটি টাকা নিয়ে পালিয়েছে কর্মকর্তা স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বরিশালে অবস্থান কর্মসূচি রৌমারীতে তিন জনকে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার বাউফলে ব্রিজের সাথে বাল্কহেডের ধাক্কাঃ শরীর থেকে মাথা বিচ্ছিন্ন শ্রমিকের পুত্রকে পিটিয়ে হত্যা করে পিতামাতার আত্মসমর্পণ ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাওয়ার পথে অস্ত্র ঠেকিয়ে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ছিনতাই

ঢাকা জুড়ে চেকপোস্ট

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৫৮১ বার

রাজধানীসহ সারাদেশে চলছে ‘কঠোর লকডাউন’। তবে লকডাউনের ষষ্ঠ দিনে জরুরি সেবা ও পণ্যবাহী যানবাহনের পাশাপাশি সড়কে মানুষের চলাচল বেড়েছে। সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য ও বিভিন্ন কাজের জন্য ঘর থেকে বের হচ্ছেন।

 

এদিকে যারাই সরকারের ‘বিধিনিষেধ’ উপেক্ষা করে অহেতুক ঘর থেকে বের হচ্ছেন, তাদের পড়তে হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট গুলোতে। সেখানে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছেন তারা। বের হওয়ার যুক্তিসংগত কারণ না হলেও তাদের আইনের আওতায় আনছেন কঠোর লকডাউন বাস্তবায়নে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও প্রশাসন।

 

রাজধানীর প্রধান সড়কগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট। এসব লেন তৈরিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও ক্রাইম বিভাগের সদস্যরা কাজ করছেন। চেকপোস্টে ঘর থেকে বের হওয়া সব মানুষকেই তল্লাসীর আওতায় আনা হচ্ছে। রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর পর্যন্ত, বনানী, মহাখালী, মগবাজার, মালিবাগ এলাকায় অনেকেই সড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন।

 

তারা মূলত মোবাইল ভিত্তিক পরিবহন সেবা দিয়ে থাকেন। লকডাউনে রাইড শেয়ারিং অ্যাপ বন্ধ থাকলেও কিছু মোটরসাইকেল চালক বের হয়েছে যাত্রী পরিবহনের জন্য।

চেক পোস্টে পুলিশ

বিমানবন্দর মোড়ে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চালক জসীম উদ্দিন বলেন, করোনা পরিস্থিতিতে আমরা গাড়ি চালাতে পারছি না। আমাদের না খেয়ে থাকতে হচ্ছে। এদিকে ‘কঠোর লকডাউন’ আরো সাতদিন বাড়ানো হয়েছে। এখন রেব না হলে না খেয়ে থাকতে হবে।

 

তিনি বলেন, চেকপোস্টগুলোতে আটকালে জরিমানা করে পুলিশ। এমনিতেই ইনকাম নেই, তার ওপর জরিমানা গুনতে হলে আমাদের আর কিছু করার থাকবে না। এদিকে সড়কে প্যাডেলচালিত রিকশার চলাচল অনেক বেশি দেখা গেছে। তবে অনেকেই যাত্রী অপেক্ষায় বসে সময় কাটাচ্ছেন সড়কের বিভিন্ন স্থানে।

 

মগবাজারে যাত্রীর অপেক্ষায় থাকা রিকশা চালক আলমগীর বলেন, ‘সকাল থেকে গাড়ি নিয়া বাহির হইছি, তিনটা ক্ষেপ মারছি। এখন বইসা আছি। যাত্রী কম, অনেকক্ষণ দাঁড়াইয়া থাকলে যাত্রী পাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com