বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ বলেন, জুলাই যোদ্ধা নামে কোন ব্যানার বা সংগঠন আছে কিনা আমার জানা নেই।
সাংবাদিকদের নামে এই ব্যানারে যে অপপ্রচারটি হচ্ছে এটি আসলেই দুঃখজনক।
এসব তালিকায় যাদের নাম উঠে আসছে তারা সবাই আন্দোলনে আমাদের পাশে ছিল। এটা বড় একটি অপপ্রচার বলে আমি মনে করি৷
সোমবার বরিশাল প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সাব্বির হোসেন সোহাগ বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এ অপপ্রচার করার যারা দুঃসাহসিক দেখায় তাদের একটা বার হলেও ভাবা উচিত ছিল। যে পেশায় থাকে সেই পেশায় কিছু কুচক্রি মহল থাকে।
আপনারা আমার বক্তব্য কিভাবে নিবেন জানিনা তবে আপনাদের মধ্য থেকে ভিত্তিহীন এই অপপ্রচারের কাজটি হতে পারে৷ তবে আমাদের মধ্য থেকে এমন কোন কাজ করা হয়নি। যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে৷ তবে যদি অন্য কেউ করে থাকে বা আপনাদের মধ্য দিয়ে কেউ করে সেটা আপনারা দেখবেন।
যে আসলেই এই কাজটি করেছে সে নিন্দনীয় কাজ করেছে।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই যোদ্ধা নামে একটি ব্যানারে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়। সেখানে তাদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা ও বিভিন্ন সময় সুবিধাভোগী হিসেবে উল্লেখ করা হয়।