বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ৫৩ বছর ধরে দুঃশাসন চলছে-জোনায়েদ সাকি বঙ্গোপসাগরের ভারতীয় পতাকা বাহি ফিশিং ট্রলার এবং ৩১ জন জেলে আটক দশমাইল-কলেজ মোর রুটে গাড়ির সর্বনিম্ন গতি চায় হাবিপ্রবির শিক্ষার্থীরা বরিশালে ভুয়া সাংবাদিক আটক বরিশালে কোটি টাকার কারেন্ট জাল জব্দ সদ্য সমাপ্ত দুর্গাপূজা সংক্রান্তে মতবিনিময় করলেন পুলিশ কমিশনারের ছাত্র আন্দোলনে ময়মনসিংহের শহীদ শাহরিয়ার পেল জিপিএ-৪.৮৩ শ্রীমঙ্গলে সংরক্ষিত বন থেকে অজ্ঞাতার নারী’ চা বাগান থেকে রক্তাক্ত পুরুষের লাশ উদ্ধার পৃথিবীকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশে টোপ-চার নকল করতে ভয়ংকর যশোরের মিঠু

বরিশাল ডিসি ঘাট দখলে মরিয়া চিহ্নিত অপরাধীরা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৪ বার
বৈধ ও অবৈধভাবে বরিশালে স্পীড বোট ঘাট দখল নিয়ে দু’পক্ষের মধ্যে টানটান উত্তেজনা শুরু হয়েছে।
২৬ এপ্রিল শুক্রবার জুম্মা নামাজের পূর্বে নগরীর বান্দ রোড ভাটার খাল এলাকার কীর্তনখোলা নদীর তীর সংলগ্ন ডিসি ঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের রোষানলে স্পীড বোট ঘাট দখল করতে আসা গ্রুপটি ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে সটকে পড়ে।
মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে সাংবাদিক ও বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্র জানা গেছে, বরিশাল জেলা স্পীড বোট মালিক ও শ্রমিক সমবায় সমিতি লিঃ নামে একটি রেজিস্ট্রেশনভুক্ত (নং ০৪১৮ বিডি) সংগঠন স্পীড বোট ঘাটটি পরিচালনা করে আসছে।
কমিটির সভাপতি কালাম শরীফ ও এক সদস্যর মৃত্যুতে ৩৪ সদস্য বিশিষ্ট কমিটি ৩২ সদস্য তে রূপান্তরিত হয়। সংগঠনের সম্পাদক মোঃ অহিদুল আলম বলেন, দুই বছর পর পর নতুন করে কমিটি গঠন করা হয়। প্রায় দু’বছর পূর্বে সভাপতি মারা গেছেন। তারপর নতুন করে কমিটি গঠন করা হয়নি। বর্তমানে চলমান সমস্যা কি? তা জানতে চাইলে বলেন, বিষয়টি সম্পর্কে আমার চেয়ে লাইন সম্পাদক মোঃ তারেক শাহ্ ভালো বলতে পারবে।

তারেক শাহ্ বলেন, নতুন কমিটির বিষয় নিয়ে আমরা সাংগঠনিকভাবে বরিশাল সিটি কর্পোরেশন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর কাছে গেলে তিনি সংগঠনের ৩২ সদস্যদের নিয়ে একটি কমিটি গঠন করে জমা দেয়ার নির্দেশ দেন।

সে অনুযায়ী তারা উপদেষ্টা মন্ডলীর পদ খালি রেখে সভাপতি পদে মোঃ মিলন শেখ ও সম্পাদক পদে মোঃ অহিদুল আলম কেসহ  ৩২ সদস্য বিশিষ্ট একটি কমিটির তালিকা তৈরি করেন।
তালিকাটি সাংগঠনিকভাবে কয়েক দিনের মধ্যে মেয়র বরাবর পেশ করার সিদ্ধান্ত নেন। হঠাৎ শুক্রবার জুম্মা নামাজের পূর্বে স্পীড বোট ঘাটটি দখল করতে যায় মো: আলমগীর খান আলো, মো: নজরুল ইসলাম, শেখর দাস, মোঃ কবির মুন্সী ও খোকনসহ প্রায় ২০/২২ জন।
এমন সময় সাংবাদিক-পুলিশ ঘটনাস্থলে আসলে তারা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
ঘটনাস্থলে নগরীর ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জয়নাল আবেদীন হাওলাদার উপস্থিত ছিলেন। তিনি বলেন, হৈ-হুল্লার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি। এখন নামাজের সময় পরে কথা হবে।

সরেজমিনে যাওয়া কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছেন, দু’পক্ষের পুরো ঘটনা শুনে নিয়মানুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

One thought on "বরিশাল ডিসি ঘাট দখলে মরিয়া চিহ্নিত অপরাধীরা"

  1. Kadıköy klima hattı bağlayan elektrikçiler Kadıköy’deki elektrik tamircileri, bölgenin enerji ihtiyacını karşılamak için uzmanlıkla donanmıştır. Müşterilerin taleplerini karşılamak için hızlı ve etkili çözümler sunarlar. Elektrik tamircileri, geniş bir yelpazedeki elektrik sorunlarını çözebilecek yeteneklere sahiptir ve müşteri memnuniyetini en üst düzeye çıkarmak için çalışırlar. http://studbs.org/asker/kadikoy-elektrikci-ariza-servisi/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com