রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

সুপেয় পানির দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৬৪ বার

বাংলাদেশের উপক‚লীয় জনগোষ্ঠীর জন্য সুপেয় পানির সর্বজনীন, ন্যায্য ও টেকসই প্রবেশগম্যতা নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে বুধবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচী প্রান্তজন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক (প্রান), এবং একশনএইড বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তৃতা দেন প্রান্তজনের নির্বাহী পরিচালক এস.এম. শাহাজাদা, ইব্রাহিম হামিদ মাসুম, জাহিদ হোসেন, মুক্তি মাহমুদ, বরকত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, পানির অধিকার মানবাধিকারের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারনে পানির উৎসগুলোর লবণাক্ততা বেড়েছে। অন্যদিকে ভ‚-নিম্নস্থ পানির স্তর নেমে যাওয়ায় অনেক গভীর নলক‚পেও পানি উঠছে না।

তাই উপক‚লীয় জনগোষ্ঠীর জন্য সুপেয় পানি নিশ্চিতের জন্য সরকারি বরাদ্দ ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি ভ‚গর্ভস্থ পানির ব্যবহার বন্ধ করতে হবে।

এলাকাভিত্তিক বড় বড় পুকুর, খাল, জলাশয় খনন করে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা ও খাসজমিতে মিঠা পানির আধার তৈরি করার দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com