সারা দেশব্যাপী জামাত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে কুয়াকাটায় আওয়ামী লীগ বিক্ষিাভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়াকাটা পৌর আওয়ামী লীগের উদ্যোগে রবিবার সন্ধায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি কুয়াকাটা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্য্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমীক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো মানুষ অংশগ্রহন করে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লা, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি গাজী মোঃ ইউসুফ আলী, সহসভাপতি মোঃ মোঃ পান্না মিয়া, সাধারণ সম্পাদক মনির আহম্মেদ ভূইয়া, লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা, মহিপুর থানা যুবলীগের আহবায়ক এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা পৌর যুবলীগের আহবায়ক মোঃ ইসাহাক শেখ, কুয়াকাটা পৌর ছাত্রলীগ সভাপতি ও কাউন্সিলর মোঃ মজিবর রহমান, মহিপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সবুজ ভূইয়াসহ আরো অনেকে।
আলোচনা সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, জামাত বিএনপি দেশে নৈরাজ্য সৃস্টির মাধ্যমে রাস্ট ক্ষমতায় যাবার নীল নকসা তৈরী করছে। জ্বালাও পোড়াও ও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে ভীতি সৃস্টি করছে।
সিরিজ বোমা হামলাসহ ২১ আগস্টের হামলার মুল হোতা তারেক জিয়া বিদেশে বসে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়।
খুনি তারেক জিয়ার দোষররা ক্ষমতার লালসায় নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। তারা আরো বলেন, দেশের উন্নয়নে দিশেহারা হয়ে জামাত বিএনপি সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতায় আসার লালসা কখনও পুরন হবে না।
এসময় তারা আরও বলেন, আগস্ট মাস শোকের মাস। এই শোকের মাসে জামাত বিএনপির সন্ত্রাসীরা একত্রিত হয়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে মরিয়া হয়ে ওঠে।
বাংলাদেশ আওয়ামী লীগ বেচে থাকতে তাদের এ স্বপ্ন কখনও পুরন হবে না। আওয়ামী লীগ নেতারা আরও বলেন, কুয়াকাটা পর্যটন এলাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে পর্যটকরা আসে।
কুয়াকাটা পর্যটন এলাকার রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করতে বিএনপি জামাত গোপনে বিভিন্ন রকম অপকর্ম চালাচ্ছে।
এসময় বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, আপনারা শান্তিপুর্নভাবে ব্যবসা বানিজ্য করে আসছেন তাতে আমরা বা আমাদের কর্মিরা বাধা দিচ্ছে না। দেশে অরাজকতা সৃস্টি না করে শান্তিতে বসবাস করেন।
দেশে নৈরাজ্য সৃস্টির চেস্টা করলে আওয়ামী লীগের ছেলেরা তা কঠোরভাবে দমন করবে। স্বাধীনতা বিরোধী জামাত বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। তারা এসময় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মিদের সকল বেদাবেদ ভূলে গিয়ে একযোগে জামাত শিবির ও বিএনপিকে প্রতিহত করার আহবান জানান।