শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ৫৩ বছর ধরে দুঃশাসন চলছে-জোনায়েদ সাকি বঙ্গোপসাগরের ভারতীয় পতাকা বাহি ফিশিং ট্রলার এবং ৩১ জন জেলে আটক দশমাইল-কলেজ মোর রুটে গাড়ির সর্বনিম্ন গতি চায় হাবিপ্রবির শিক্ষার্থীরা বরিশালে ভুয়া সাংবাদিক আটক বরিশালে কোটি টাকার কারেন্ট জাল জব্দ সদ্য সমাপ্ত দুর্গাপূজা সংক্রান্তে মতবিনিময় করলেন পুলিশ কমিশনারের ছাত্র আন্দোলনে ময়মনসিংহের শহীদ শাহরিয়ার পেল জিপিএ-৪.৮৩ শ্রীমঙ্গলে সংরক্ষিত বন থেকে অজ্ঞাতার নারী’ চা বাগান থেকে রক্তাক্ত পুরুষের লাশ উদ্ধার পৃথিবীকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশে টোপ-চার নকল করতে ভয়ংকর যশোরের মিঠু

অবৈধ করাতকলে চলছে বনাঞ্চলের কাঠ চেরাই

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১২৫ বার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বৈধের চেয়ে অবৈধ করাতকল বেশি। যত্রতত্র বসানো হয়েছে করাতকল। এসব করাতকলে বনের ম্যানগ্রোভ-ননম্যানগ্রোভসহ অপরিপক্ক গাছপালা চেরাই চলে সমানতালে। ফলে উপকূলের সংরক্ষিত-অসংরক্ষিত বনাঞ্চল ধংস হয়ে যাচ্ছে।

বনবিভাগের দেয়া তথ্যমতে উপজেলায় মোট ৭৭ টি করাতকল রয়েছে। যার মধ্যে ৪৫টির কোন বৈধতা নেই। সবচেয়ে বেহালদশা মহিপুর রেঞ্জের। এখানে ৪১ টি করাতকলের ৩৭টি অবৈধ।

তারপরও বনবিভাগের নাকের ডগায় পর্যন্ত এসব অবৈধ করাতকল চলমান রয়েছে। সংরক্ষিত বনাঞ্চলের আশপাশে পর্যন্ত রয়েছে করাতকল। স্থানীয় লোকজনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে অবৈধ করাতকল বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য উপকূলীয় বনবিভাগ পটুয়াখালীর বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এপ্রিল মাসের ৫ তারিখে সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তাদের লিখিত নির্দেশনা দিলেও এসব অবৈধ করাতকল আজ পর্যন্ত বন্ধ হয়নি।

স্থানীয়রা জানান, মহিপুর রেঞ্জের অধীন খাজুরা, কুয়াকাটা, গঙ্গামতি এবং ধুলাসার এলাকার সংরক্ষিত এবং সামাজিক বনায়নের আশপাশেই এসব করাতকল স্থাপন করা হয়েছে।

মহিপুর, লতাচাপলী, ধুলাসার, মিঠাগঞ্জ, লালুয়া, বালিয়াতলীতে এমন দৃশ্য দেখা গেছে। কুয়াকাটাগামী মহাসড়ক ও বিকল্প সড়কের পাশেও জনবহুল এলাকায়- এমনকি আবাসিক এলাকায়ও বসানো হয়েছে করাতকল। সবচেয়ে বাজে অবস্থা মহিপুর রেঞ্জের ৪১ টি করাতকলের মাত্র চারটির কাগজপত্র বৈধ রয়েছে। বাকিসব অবৈধভাবে চলছে। লালুয়ার বানাতিবাজারের অবৈধ করাতকল বন্ধের লক্ষ্যে সেখানকার মানুষ লিখিত অভিযোগ পর্যন্ত করেছেন।

কুয়াকাটার একাধিক পরিবেশ কর্মী বলেছেন, এখানে করাতকল বসানো হচ্ছে খেয়ালখুশি মতো। বনবিভাগ উদাসীন। এ কারণে সংরক্ষিত বনাঞ্চল চরম ঝুঁকিতে রয়েছে। তাঁরা জানান, খাপড়াভাঙ্গা নদী তীর দখল করে পর্যন্ত করাতকল বসানো হয়েছে।

মহীপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানিয়েছেন, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন। সকল করাতকলের লাইসেন্স করাসহ নবায়নের জন্য উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন কলাপাড়ার বন কর্মকর্তা আব্দুস সালাম।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বৈধতা থাকতে হবে করাতকল চালাতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com