শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :

বরিশালে রনি হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৮

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১ মে, ২০২২
  • ২২২ বার

বরিশালের বাকেরগঞ্জে চাঞ্চল্যকর রবিউল ইসলাম রনি মোল্লা হত্যা মামলার প্রধান আসামি জহিরুল ইসলাম মামুন ওরফে হাত কাটা মামুন ওরফে মামুন মেম্বার ও তার সহযোগী আসামি আফদু হাওলাদার ওরফে আবদুর রবকে নারায়নগঞ্জের রুপগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে বরিশাল র্যাব-৮।

বেলা ১২ টায় বরিশাল নগরীর রুপাতলিতে র্যাব -৮ এর সদর দপ্তরে প্রেস ব্রিফিং করেন অধিনায়ক জামিল হাসান।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অভিযানিক দল শনিবার (৩০ এপ্রিল) ভোর রাতে নারায়নগঞ্জের রূপগঞ্জে অভিযান চালায়।

এসময় বরিশালের বাকেরগঞ্জের চাঞ্চল্যকর রবিউল ইসলাম রনি মোল্লা হত্যা মামলার আসামি মামুন ও তার সহযোগী আবদুর রবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন মেম্বার এর বিরুদ্ধে অন্তত ২২ টি মামলা রয়েছে।

এছাড়া আবদুর রব এর বিরুদ্ধে ২ টি মামলা রয়েছে। এদের বিরুদ্ধে জমি দখল,চাদাবাজী ও বালু উত্তোলনসহ একাধিক অভিযোগ রয়েছে বলে প্রেস ব্রিফিং এ জানান অধিনায়ক এডিশনাল ডিআইজি জামিল হাসান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বরিশাল র্যাব-৮ এর উপ পরিচালক মেজর জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল বাকেরগঞ্জের সোনাপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রনি মোল্লাকে মেম্বার মামুন কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনার নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com