বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
নোবিপ্রবি গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভিস নৈশভোজে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক ফার্মাসিউটিক্যালস শিল্পে কোয়ালিটি কন্ট্রোল হাসপাতালে বাহিরের ল্যাবের স্টাফ ও দালাল দেখলের আটকের নির্দেশ বরিশালে নানা আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠিত ক্রোমিয়াম বিষাক্ত, নাকি উপকারী? কম্বিনেশন ড্রাগ – একাধিক সমস্যার এক সমাধান দোকান ঘর নিয়ে খালের মধ্যে উল্টে পরেছে যাত্রীবাহি পরিবহন শেবাচিমের অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতিবাদে টানা সপ্তম দিনের আন্দোলন বরিশাল মেহেন্দিগঞ্জে স্কুল ছাত্রী মরিয়ম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন শেবামেকে চালু হলো হেমাটোলজি বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম

জাল মেডিক্যাল সনদ দিয়ে মামলা,বাদীর সাজা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২১০ বার

জাল মেডিক্যাল সনদ দাখিল করে আদালতে মামলা করায় বাদীর বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়েরকৃত মামলায় বাদীকে সাজা দিয়েছে আদালত।

বুধবার (২৯ ডিসেম্বর) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বিচারাধীন আদালত আসামীকে পৃথক দুই ধারায় ৪ বছরের কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্ত আসামী হচ্ছেন, বাকেরগঞ্জ উপজেলার রুপারজোর এলাকার জয়নাল সরদারের ছেলে লুতফর রহমান।

তার বিরুদ্ধে ২৮ অক্টোবর ওই আদালতে মামলা দায়ের করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় বিচার আদালতের বিচারক এস এম মাহফুজ আলম।

মামলার অভিযোগে লিখিত ভাবে তিনি বলেন, লুতফর গত ৪ এপ্রিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় বিচার আদালতে একটি নালিশী দায়ের করেন।

নালিশীতে তিনি একই এলাকার ৫ জনকে অভিযুক্ত দেখান এবং অভিযোগে তিনি বলেন- তার ভাবি রেহেনা বেগমকে ৩০ মার্চ অভিযুক্তরা মারধর দিয়ে গুরুতর জখম বানায়। নালিশীর সাথে ফিরিস্তি হিসেবে তিনি বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাঃ মাহবুবুর রহমান নামে সাক্ষর করা একটি মেডিকেল সনদ দাখিল করেন।

পুলিশ ব্যতীত মেডিকেল ভিকটিমের সনদ পাওয়ার বিধান না থাকা সত্ত্বেও বাদী সনদ দাখিল করায় আদালত রহস্য দেখতে পায়। বাদী লুতফর রহমানকে জিজ্ঞেস করলে তিনি নিজ হাতে এ সনদ সংগ্রহ করেছেন বলে আদালতে জবাব দেয়।

আদালত ডাক্তারী সনদ যাচাই করতে শেবাচিম হাসপাতালের পরিচালক বরাবর পাঠায়।

পরিচালকের নির্দেশ মতে শেবাচিম হাসপাতালের ডাঃ মাহবুবুর রহমান আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে তিনি বলেন, যাচাই করতে পাঠানো সনদে সিল ও স্বাক্ষর তার নয়।

কোনো ভিকটিমকে মেডিকেল সনদ দেয়া হয়না। আইনানুসারে চিকিৎসা সনদ দাখিল করা হয়। আদালত প্রতিবেদন পেয়ে লুতফর রহমান জাল চিকিৎসা সনদ দাখিল করেছে বলে প্রমাণ পায়।

এজন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আদালতের পক্ষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজ আলম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পেনাল কোড  ১৮৬০ এর ৪৬৬,৪৬৮,৪৭১ ধারার  অভিযোগ দাখিল করেন।

অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত লুতফুর রহমানকে ওইদিনই জেল হাজতে পাঠিয়ে দেন। এরপর মামলার চার্জগঠন শেষে ৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হলে লুতফরকে ৪৬৬ ধারায় দুই বছর কারাদণ্ড সহ তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাস কারাদণ্ড এবং ৪৭১ ধারায় দুই বছর কারাদণ্ড সহ তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাস কারাদণ্ড দেন।

রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিল। রায় শেষে তাকে পুলিশ প্রহরায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com