বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসককে লাঞ্চিতের ঘটনা, নিরাপত্তা ব্যবস্থাসহ ৪ দফা দাবিতে কর্মবিরতি করছে ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার দুপুরের দিকে কর্মবিরতি শুরু করে তারা। তবে এক্ষেত্রে জরুরী সেবা চালু থাকবে বলে জানান ইন্টার্ন চিকিৎসকরা।
ইন্টার্ন চিকিৎসকরা জানান, গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ড মো. জুনায়েদ (৮), নামে এক শিশুর মৃত্যু হয়। ওই শিশুটি নিউমোনিয়াসহ নানা রোগে আক্তান্ত হয়ে গত ২৪ সেপ্টেম্বর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়। শিশু জুনায়েদের মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজন সাথী আক্তার চিকিৎসক ও নার্সদের গালিগালাজ ও লাঞ্চিত করে।
এঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এঘটনায় শনিবার সকালে হাসপাতালের পরিচালক, সেনাবাহিনী, পুলিশ সদস্যদের সাথে আলোচনায় বসেন ইন্টার্ন চিকিৎসক ও মিডলেভেলের চিকিৎসকরা।
এসময় তারা পরিচালকের কাছে চার দফা দাবি তুলে ধরেন। যার মধ্যে অপরাধীকে আজকের মধ্যে গ্রেপ্তার, হাসপাতালে ২৪ ঘন্টা নিরাপত্তায় আনসার সদস্যদের সংখ্যা তিন গুন বৃদ্ধি ও কমপক্ষে ৩০ জন পুলিশ সদস্য রাখা, শয্যার অতিরিক্ত রোগী ভর্তি বন্ধ করা ও একজন রোগীর সাথে একজন স্বজন রাখা, চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করা।
এসময় ২৪ ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ করতে না পারলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের ঘোষনা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। বর্তমানে হাসপাতালে ২২০ জন ইন্টার্ন চিকিৎসক রয়েছেন।
সবাই কর্মবিরতি পালন করছেন বলেন জানান তিনি। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, ইর্ন্টান চিকিৎসকরা বেশ কিছু দাবি দিয়েছেন; দাবি পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে তবে এ ক্ষেত্রে সময়ের প্রয়োজন। এ বিষয়ে প্রশাসনসহ সকলের সাথে বসে দ্রুত এর সমাধান করা হবে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হাসপাতালের চিকিৎসাসেবা অব্যাহত রাখার জন্য সব ইউনিট প্রধানকে চিঠি দেওয়া হয়েছে। তারা চিকিৎসাসেবা চালিয়ে নেবেন বলে জানান তিনি।